শীতের আমেজ বেশ জাঁকিয়েই। যার নির্যাস, আজ অর্থাত্ শনিবার মরশুমের শীতলতম দিন কলকাতায়।
শেষবার অক্টোবরে এতটা তাপমাত্রার পারদ নেমেছিল ২০১২ সালে। ১০ বছর পর ফের অক্টোবরে শীতের আমেজ কলকাতায়।
শুক্রবার রাতে কলকাতায় তাপমাত্রা একবারে ৪ ডিগ্রি নেমে যায়। গত ১০ বছরে এমন পারদ পতন হয়নি।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। শনিবারও এই আমেজই বজায় থাকবে বলে পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, এদিন দিনভর আকাশ মেঘলা থাকবে। সূর্যের তেজ তেমন অনুভব করবেন না শহরবাসী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ।
হাওয়া অফিসের পূর্বাভাস, জাঁকিয়ে শীতের আমেজ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পেতে পারে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।
শনিবার, ছটপুজোর দিন সকালে কলকাতার কিছু কিছু জায়গায় কুয়াশা।
আগামী পাঁচদিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে।
মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় দিনের বেলায় তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি এবং রাতে তাপমাত্রা ২৩ বা ২২ ডিগ্রির কাছাকাছি থাকবে।
জাঁকিয়ে শীত পড়ার এখনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।