Advertisement

কলকাতা

নবান্ন সভাঘর মুড়ল তিরঙায়, মমতা দিল্লি থেকে ফিরেই বড় ভোলবদল

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Aug 2021,
  • Updated 3:09 PM IST
  • 1/6

বাংলার পরে তৃণমূলের লক্ষ্য এখন দিল্লি। সেই দিকে তাকিয়ে বিধানসভা নির্বাচনের পরেই জাতীয় স্তরে ঢেলে সংগঠন সাজাতে শুরু করেছে তৃণমূল। সম্প্রতি দিল্লিও সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা। (সব ছবি-মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে)

  • 2/6

এবার একটা বড় বদল এল নবান্নের দুপাশে। মুখ্যমন্ত্রীর চেয়ারের দুপাশে বৃহস্পতিবার দেখা গেল জাতীয় পতাকা। বিষয়টি অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  • 3/6

কারণ, এমন সজ্জা এতোদিন দেখা যায়নি। মুখ্যমন্ত্রীর টেবিলে জাতীয় পতাকা থাকলেও, দুপাশে পতাকা দেখা যায়নি। এবার জাতীয় পতাকা রেখে কি তিনি কোনও বার্তা দিতে চাইলেন কিনা

  • 4/6

জাতীয় স্তরে বিরোধীদের একজোট করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। ত্রিপুরা, অসম-সহ একাধিক রাজ্যে সংগঠন বিস্তারের দিকে মন দিয়েছে ঘাসফুল শিবির।

  • 5/6

তবে আরেকটি অন্য কথাও শোনা যাচ্ছে। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। ফলে আন্তর্জাতিক মহলেও নজর ছিল এই সাংবাদিক বৈঠকের দিকে। সেই দিকে ভেবেও এমন বদল হতে পারে। 

  • 6/6

জল্পনা বাড়লেও এখন কিছু স্পষ্ট জানা যায়নি। তবে দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রীর সভাঘরে জাতীয় পতাকায় তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Advertisement
Advertisement