Advertisement

কলকাতা

Weather: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! ব্যাপক বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 11 Jun 2021,
  • Updated 9:45 PM IST
  • 1/7

বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের প্রভাবেই রাজ্যে দ্রুত ঢুকতে পারে বর্ষা। এমনটাই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, শুক্রবার ভরা কোটাল। সমুদ্র ও নদীর জল প্লাবিত হওয়ার আশঙ্কা করে উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।  

  • 2/7

 উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবার নিম্নচাপ তৈরি হয়েছে, যেটি আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ উড়িষ্যার দিকে এগিয়ে যাবে। 
 

  • 3/7

নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে বর্ষা উত্তরবঙ্গে আগেই প্রবেশ করেছে। শুক্রবার মালদা, উত্তর দিনাজপুর ও দুই  ২৪ পরগনায় প্রবেশ করেছে। 

  • 4/7

এই নিম্নচাপের হাত ধরেই আগামী দু'দিনের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করবে। শুক্রবার যে নিম্নচাপ তৈরি হয়েছে, শনিবার থেকে এর ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে বঙ্গে।

  • 5/7

আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে সমস্ত জেলাগুলিতে। ১১ ও ১২ জুন দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ১২ তারিখের পর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারি বৃষ্টি হবে। 
 

  • 6/7

তবে এই নিম্নচাপের জন্য সবচেয়ে বেশি বৃষ্টি হবে উড়িষ্যাতে, সাগরের উপরে নিম্নচাপ থাকার জন্য। ১১ থেকে ১৪ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করা হয়েছে। 

  • 7/7

আগামীকাল ও পরশু উপকূলীয় জেলাগুলোতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুতের সময় বাইরে থাকতে না করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

Advertisement
Advertisement