Advertisement

কলকাতা

RG Kar Doctor Death: ভিক্টোরিয়া অন্ধকার-রাজভবনেও নিভল আলো, প্রতিবাদের গায়ে কাঁটা দেওয়া ১২টি ছবি

Aajtak Bangla
  • 05 Sep 2024,
  • Updated 11:22 AM IST
  • 1/12

এ যেন এক অদৃশ্য মানবশৃঙ্খল। প্রতিবাদী মন একে অপরের সঙ্গে জুড়ে গেছে। 

  • 2/12

কাউকে অনুরোধ করতে হচ্ছে না, আর্জি জানাতে হচ্ছে না। স্বতঃস্ফূর্ত ভাবে লক্ষ লক্ষ সামিল হয়ে গিয়েছেন প্রতিবাদে। 
 

  • 3/12

বুধবার রাত ৯টা বাজতেই পাড়ায়, পাড়ায়, আবাসনে, বাড়িতে, দোকানে লাইট বন্ধ হয়ে গেল। 

  • 4/12

অন্ধকার রাত ঢেকে দেওয়ার জোরালো এবং ঐক্যবদ্ধ চেষ্টা হল প্রতিবাদের সেই আলো জ্বালিয়ে। 
 

  • 5/12

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এর আগে গত ১৪ অগস্ট রাত দখলে নেমে পড়েছিলেন শহরবাসী। 

  • 6/12

সত্তরোর্ধ্ব বৃদ্ধ থেকে স্কুল পড়ুয়া শিশু— কেউই বাকি ছিলেন না সেই জমায়েতে। বুধবার রাতে অনেকটা সেভাবেই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে পড়লেন হাজার হাজার শহরবাসী। 

  • 7/12

আরজি কর হাসপাতালের সামনে, যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ডে, বিশ্ববাংলা মোড়ে রাত ৮টা থেকেই জমায়েত শুরু হয়ে গেল। 
 

  • 8/12

কলকাতায় এহেন প্রতিবাদ অভিনব শুধু নয়, অভূতপূর্বও বটে। 

  • 9/12

ভিড়ের সঙ্গে মিশে গেলেন হাজার হাজার বয়স্ক মানুষও। সুর চড়ালেন,”উই ওয়ান্ট জাস্টিস…।”

  • 10/12

এ ধরনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কলকাতা তথা বাংলায় বেনজির। অতীতে এমন কখনও হয়নি।

  • 11/12

রাত ৯টায় আলো নিভিয়ে দেওয়া হয় রাজভবনে। আঁধারে ঢাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর-সহ শহরের প্রায় বিভিন্ন প্রান্ত।

  • 12/12

আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয় গোটা রাজ্য। 

Advertisement
Advertisement