Advertisement

কলকাতা

Vidyasagar Setu Close: বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে আজ শহরের যান চলাচল? জেনে নিন

বৈদ্য়নাথ ঝা
  • 13 Feb 2022,
  • Updated 9:35 AM IST
  • 1/10

রবিবার সকাল ৮টা থেকে বন্ধ রয়েছে বিদ্যাসাগর সেতু। 
 

  • 2/10

স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ফলে এই সময় যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

  • 3/10


ওই সময়ে কলকাতা এবং হাওড়ার মধ্যে বিদ্যাসাগর সেতুর বদলে হাওড়া সেতু দিয়ে গাড়ি চলাচল করবে। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকাকালীন বন্দর বা পোস্তা, বড়বাজার থেকে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করবে না।
 

  • 4/10

সেকেন্ড হুগলি ব্রিজ অ্যাপ্রচ রোড কড়া নিরাপত্তায়  মুড়ে ফেলা হয়েছে, পুলিশ ব্যারিকেড করে বন্ধ করে রেখেছে সবরকম গাড়ি।
 

  • 5/10

 হাওড়া ব্রিজের দিকে  ঘুরিয়ে দেওয়া হচ্ছে সমস্ত গাড়ি। পুলিশ জানিয়েছে, বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার সময়ে হাওড়ামুখী গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোড ধরে যেতে হবে। আর হাওড়া থেকে কলকাতামুখী গাড়িগুলিকে ব্রেবোর্ন রোডে ঘুরিয়ে দেওয়া হবে। 

  • 6/10

লালবাজার জানিয়েছে, সেতু বন্ধ থাকার জেরে যাতে কোনও রকম যানজট তৈরি না হয়, তার জন্য হাওড়া পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। 
 

  • 7/10

কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে আসা বাস এবং ছোটগাড়িগুলিকে ফোরশোর রোড দিয়ে এসে হাওড়া সেতু ধরে শহরে ঢুকতে হচ্ছে। 
 

  • 8/10

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলে স্ট্র্যান্ড রোড এবং ব্রেবোর্ন রোডে গাড়ির চাপ সব চেয়ে বেশি হবে। তাই ওই দুই রাস্তায় যাতে যানজট না হয়, তার জন্য সেখানে বেশি সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে।
 

  • 9/10

এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিকে থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী যানবাহনগুলোকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তাতে যানবাহনগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র‌্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে। জে এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলোকে ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেগুলি স্ট্র‌্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ উঠতে পারবে। 

  • 10/10

খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু দিকে আসবে সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস রোড ধরে স্ট্র‌্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 

Advertisement
Advertisement