বছরের শেষেও পিছু ছাড়ল না বৃষ্টি। এ বছর বৃষ্টির দাপট বেশি ছিল বলাই যায়। এবার বছরের শেষে ঠান্ডার মধ্যেও বৃষ্টির সম্ভাবনা বাংলায়।
মুর্শিদাবাদ,বাঁকুড়া, পশ্চিম,মেদিনীপুর,ঝাড়গ্রাম আগামীকাল সকাল পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী সময়ে এই জেলাগুলিতে বৃষ্টিপাত আরেকটু বাড়বে। বাকি জেলাগুলিতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে।
কলকাতার ক্ষেত্রেও আগামীকাল খুব হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে।
উত্তরপ্রদেশের উপর থাকা একটি ঘূর্ণাবর্ত আর এর প্রভাবেই এই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
আগামী ২দিন পর তাপমাত্রা কমলেও এখনই রাজ্যে জাঁকিয়ে শীত পরার কোনো সম্ভবনা নেই।
ফলে বছরের শেষে এসেও জাঁকিয়ে ঠান্ডার দেখা পেল না বঙ্গবাসী।
তবে গোটা রাজ্যজুড়েই রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। ভোরের দিকে চালকদের গাড়ি চালানোর সময়ে বিশেষ সতর্ক করা হয়েছে।