Advertisement

কলকাতা

Weather Forecast: তীব্র গরমে স্বস্তির বার্তা, অবশেষে বৃষ্টি আসছে, কবে থেকে?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Apr 2022,
  • Updated 12:43 PM IST
  • 1/9

Weather Forecast: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে কয়েকদিন ধরে বৃষ্টিপাত চললেও, দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। 

  • 2/9

এবার দক্ষিণবঙ্গে সুখবর শোনাল হাওয়া অফিস। নববর্ষের পরেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন আসতে পারে।

  • 3/9

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ দিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন আসবে না। শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 4/9

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। 

  • 5/9

গরমের দাপটে অস্বস্তি ক্রমেই বাড়ছে। বৃষ্টি না হওয়ায় নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে। বেলা বাড়তেই চড়া রোদের দাপট থাকছে।

  • 6/9

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ দিন এমন আবহাওয়া বজায় থাকবে। তারপরেই হালকা বৃষ্টি হতে পারে। 

  • 7/9

বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসের উপর ভর করে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে। এছাড়াও উত্তর- পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

  • 8/9

এর ফলেই তিন দিন পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। ফলে কিছুটা স্বস্তির বার্তা দক্ষিণবঙ্গে। 

  • 9/9

আগামী শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

Advertisement
Advertisement