শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় মেঘলা আকাশ। পূর্বাভাস মিলিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে। দিনভর বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে।
এ দিন কলকাতায় সকাল থেকে ছিল মেঘলা আকাশ। বৃষ্টিও হয়েছে। আগামিকাল, শনিবার সরস্বতী পুজোর দিনেও বৃষ্টি হতে পারে।
সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে দিঘায়। তার পর যুগ্মভাবে দ্বিতীয় কলকাতা ও দমদম।
দিঘায় বৃষ্টি পড়েছে ২৭ মিলিমিটার। তার পর কলকাতা ও দমদমে ২৩ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে।
দার্জিলিং ও জলপাইগুড়িতে বৃষ্টি পড়েছে ৯ মিলিমিটার। শ্রীনিকেতনে ৮ মিলিমিটার বৃষ্টি পড়েছে।
বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।
আগামিকালও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আজ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুই-ই বাড়বে। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে আরও দুই দিন।আগামী দু-দিনে দার্জিলিংয়ের উপরের দিকে হালকা তুষারপাত হতে পারে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝায় আবহাওয়ার পরিবর্তন । পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া ও পুবালি হওয়ার সংঘাতে বৃষ্টি। ৬ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও রাজস্থানে তৈরি হয়েছে নিম্নচাপ পরিস্থিতি। অসমে রয়েছে ঘূর্ণাবর্ত।
রবিবার থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। ফের কমতে পারে তাপমাত্রা। ফিরবে শীতের আমেজ।