Weather Forecast: ঘূর্ণিঝড় অশনির প্রভাব বাংলাতে তেমন পড়বে না। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানাল হাওয়া অফিস। তবে আগামী ২ দিন বৃষ্টিপাত চলতে থাকবে।
তবে দক্ষিণবঙ্গের থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আগামী ১৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৫টি জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে।
দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস থাকছে। এদিন সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত।
সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। আগামী ১৩ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আভাস জারি করেছে হাওয়া অফিস।
৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিগত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গে।
ফলে ভ্যাপসা গরমের আবহাওয়া অনেকটাই কেটেছে দক্ষিণবঙ্গে। স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।
বৃষ্টিপাতের জেরে নেমেছে তাপমাত্রাও। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামী কয়েকদিন এমন ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এর পাশাপাশি ঝড়ের মধ্যে বিদ্যুৎ বিপর্যয় ঠেকাতে আলাদা করে রাজ্য সরকারের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে।