Advertisement

কলকাতা

Weather Forecast: ৮৪ ঘণ্টা পর বৃষ্টি একেবারেই থামার পূর্বাভাস, জানাল হাওয়া অফিস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 May 2022,
  • Updated 5:53 PM IST
  • 1/9

Weather Forecast: ক্রমশ শক্তি হারিয়েছে অশনি। এখন ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে চলেছে এটি। হাওয়া অফিস জানিয়েছে, এর জেরে আপাতত বাংলাতে তেমন কোনও প্রভাব পড়বে না। 
 

  • 2/9

ক্রমশ শক্তি হারিয়েছে অশনি। ঘূর্ণিঝড় থেকে অতি গভীর নিম্নচাপ হয়েছে। বৃহস্পতিবার আরও শক্তি হারিয়ে এটি সুস্পষ্ট নিম্নচাপ হয়ে  অন্ধ্র প্রদেশ উপকূলে অবস্থান করছে।

  • 3/9

ফলে এর জেরে পশ্চিমবঙ্গে কোন সর্তকতা নেই।  তবে সমুদ্রের উপরে হাওয়ার গতিবেগ বেশি থাকবে। তাই আগামী ১৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে।
 

  • 4/9

উত্তরবঙ্গের ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী ৫ দিন উত্তরবঙ্গের উপরের সবকয়টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

  • 5/9

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলোর বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

  • 6/9

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সঙ্গে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। 

  • 7/9

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাল্কা বৃষ্টিপাত হবে। এখন আকাশ মেঘলা থাকবে। আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে যেমনটা চলছে। 

  • 8/9

শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও কমবে। ২৪ ঘন্টা পর থেকে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে।

  • 9/9

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Advertisement