Weather: মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির দাপট। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও, বেলা বাড়তেই থাকছে চড়া রোদ।
হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।
তবে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির আভাস না থাকলেও উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে।
আগামী ৩০ তারিখ পর্যন্ত টানা এই বৃষ্টিপাত চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে এবার ভালো বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে বর্ষার মরসুমেও তেমন বৃষ্টিপাত হয়নি।
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের চাহিদা না মেটায় চাষাবাদে বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।