Advertisement

কলকাতা

Weather Update: আজও ঝড়-বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে! মিলবে বৈশাখী গরম থেকে স্বস্তি

Aajtak Bangla
  • 07 May 2021,
  • Updated 8:06 AM IST
  • 1/8

বিগত কয়েকদিন ধরেই কলকাতা ও রাজ্যের জেলায় জেলায় চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। যার জেরে বেশ কয়েক ডিগ্রি কমে যায় তাপমাত্রা, যা কিছুটা স্বস্তি দিয়েছে  দক্ষিণবঙ্গবাসীকে।  

  • 2/8

শুক্রবারও আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে মাঝারি বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • 3/8

এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে যথাক্রমে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড এবং ২৫ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই থাকবে। 

  • 4/8

সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 
 

  • 5/8

বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে সর্বোচ্চ ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপা হয়েছে ০০০.৫ মিমিমিটার। 

  • 6/8

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে বৃহস্পতিবার এবং শুক্রবার সারা রাজ্যজুরেই হতে পারে ঝড়বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, ৮ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশ খানিকটা কমলেও ৯ তারিখ থেকে ফের তা শুরু হতে পারে। যার জেরে ৩৫ ডিগ্রির সেলসিয়াসের নিচেই থাকতে পারে শহর কলকাতার তাপমাত্রা।

  • 7/8

মূলত পশ্চিমবঙ্গে ওপর থেকে পঞ্জাব পর্যন্ত একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর ফলেই এই বৃষ্টি বলে, জানাচ্ছে হাওয়া অফিস। 

  • 8/8

বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পাশাপাশি দিনের  সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। 
 

Advertisement
Advertisement