Weather Update : নববর্ষের দিন থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত হতে পারে।
গরমে নাজেহাল বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে বহুদিন বৃষ্টির দেখা নেই। বেলা বৃদ্ধি হতেই থাকছে চড়া রোদের দাপট।
উত্তরবঙ্গে বিগত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টিপাত। হাওয়া অফিসের মতে বৃষ্টিপাতও আগামী কয়েকদিনও আরও হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তরবঙ্গ থেকে ঝাড়খন্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে।
এর জেরে উত্তরবঙ্গে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি। তাপমাত্রার খুব বিশেষ পরিবর্তন হবে না।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া খুব বেশি পরিবর্তন হবে না। তবে গুমোট ভাবটা কাটতে পারে।
সকাল থেকেই দক্ষিণবঙ্গে থাকছে চড়া রোদের দাপট। ফলে রাস্তায় বেরিয়ে কার্যত নাজেহাল হয়ে যাচ্ছেন পথচারীরা।
দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। হাওয়া অফিস, পশ্চিমবঙ্গের জন্য এমন কোনও সতর্কবার্তা দেয়নি।