Weather Update :উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টির পরিমাণ এবার কমবে। আর বাড়বে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ। এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে প্রবল গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের দাপট।
বৃহস্পতিবার বিকালের পরে আকাশ মেঘলা ছিল। তবে বৃষ্টির দেখা পায়নি বঙ্গবাসী।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টিপাত।
তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবুও কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ।
বিগত সপ্তাহখানেক ধরেই টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। এবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে।
হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
আগামী শনি এবং রবিবার হতে পারে এই বৃষ্টিপাত। ফলে তীব্র গরম থেকে কিছুটা হলেও নিস্তার পেতে পারেন সাধারণ মানুষ।