Advertisement

কলকাতা

Weather Update : জোড়া নিম্নচাপ, আজ থেকে বাড়তে পারে বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 16 Oct 2021,
  • Updated 7:58 AM IST
  • 1/13

Weather Update: বঙ্গোপসাগর ও আরব সাগরে দু'টি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। 

  • 2/13

অন্য নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ক্রমশ দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূলে পৌঁছবে।

  • 3/13

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। সমুদ্রে রয়েছেন যারা তাদের শনিবার সন্ধ্যের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। রবি ও সোমবার সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের এই দুই দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

  • 4/13

আবহাওয়া দফতার জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

  • 5/13

কলকাতার শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 6/13

বাংলার ছবি
দক্ষিণবঙ্গে রবি ও সোমবার খারাপ আবহাওয়ার আশঙ্কা। ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

  • 7/13

শুক্রবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি ও বাড়বে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছিল অনেক জায়গায়।

  • 8/13

বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। শনিবার দিনভর দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

  • 9/13

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির পূর্বাভাস। 

  • 10/13

রবি ও সোমবার দুর্যোগের আবহাওয়ার আশঙ্কা। ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলের ৪ জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

  • 11/13

এই চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

  • 12/13

কলকাতা হাওড়া হুগলি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

  • 13/13

মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে হালকা বৃষ্টি হতে পারে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে।

Advertisement
Advertisement