Advertisement

কলকাতা

Weather Update : নিম্নচাপ সরলেও আজ কলকাতা-সহ ৬ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 18 Oct 2021,
  • Updated 8:16 AM IST
  • 1/14

Weather Update: এই মুহূর্তে নিম্নচাপ অনেকটা সরে গিয়ে উত্তর তেলেঙ্গানা সংলগ্ন অঞ্চলে রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস প্রবেশ করছে। প্রথমে এই বাতাস দক্ষিণবঙ্গের ওপর দিয়ে প্রবেশ করবে। তারপর উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে।

  • 2/14

এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ, সোমবার সকাল থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

  • 3/14

উত্তরবঙ্গে জেলাগুলিতে ১৮ অক্টোবর মানে সোমবার থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে।

  • 4/14

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার উপকূলের দুটি জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর।

  • 5/14

এর পাশাপাশি উপকূল লাগোয়া কলকাতা ,হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে।

  • 6/14

আজ কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

  • 7/14

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।

  • 8/14

১৯ অক্টোবর মানে কাল, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি বজায় থাকবে।

  • 9/14

২০ তারিখ শুধু বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। বাদ বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।

  • 10/14

উত্তরবঙ্গে আজ, সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে কয়েকটি জায়গায় ও দুই দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টি হবে।

  • 11/14

কুড়ি তারিখ উত্তরবঙ্গের দিনাজপুর ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
 

  • 12/14

উত্তরবঙ্গের বাদ বাকি জেলাতে শুধু ভারী বৃষ্টি হবে।

  • 13/14

দক্ষিণ-পূর্বের এই হওয়ার জন্য দমকা হাওয়ার প্রভাব থাকবে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার । বাদবাকি হাওড়া, নদীয়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়ার প্রভাব থাকবে।

  • 14/14

উপকূলে সমুদ্রে যেহেতু হাওয়ার গতিবেগ থাকবে তাই আগামী ১৯ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে।

Advertisement
Advertisement