Weather Update: এই মুহূর্তে নিম্নচাপ অনেকটা সরে গিয়ে উত্তর তেলেঙ্গানা সংলগ্ন অঞ্চলে রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস প্রবেশ করছে। প্রথমে এই বাতাস দক্ষিণবঙ্গের ওপর দিয়ে প্রবেশ করবে। তারপর উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে।
এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ, সোমবার সকাল থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে জেলাগুলিতে ১৮ অক্টোবর মানে সোমবার থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রবিবার উপকূলের দুটি জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর।
এর পাশাপাশি উপকূল লাগোয়া কলকাতা ,হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে।
আজ কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে।
১৯ অক্টোবর মানে কাল, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি বজায় থাকবে।
২০ তারিখ শুধু বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। বাদ বাকি জেলায় বৃষ্টির পরিমাণ কমবে।
উত্তরবঙ্গে আজ, সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে কয়েকটি জায়গায় ও দুই দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টি হবে।
কুড়ি তারিখ উত্তরবঙ্গের দিনাজপুর ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের বাদ বাকি জেলাতে শুধু ভারী বৃষ্টি হবে।
দক্ষিণ-পূর্বের এই হওয়ার জন্য দমকা হাওয়ার প্রভাব থাকবে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার । বাদবাকি হাওড়া, নদীয়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়ার প্রভাব থাকবে।
উপকূলে সমুদ্রে যেহেতু হাওয়ার গতিবেগ থাকবে তাই আগামী ১৯ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে।