Advertisement

কলকাতা

Weather Update : কালীপুজোয় শীতের পরশ, তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নামতে পারে

তপন কুমার নস্কর
  • কলকাতা,
  • 30 Oct 2021,
  • Updated 7:54 AM IST
  • 1/15

Weather Update: দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে রবিবারের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

  • 2/15

এ ছাড়া উত্তরবঙ্গের বাদ বাকি জেলা শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। 

  • 3/15

কালীপুজো এবং দীপাবলির সময় কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে।

  • 4/15

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন আবাহওয়া শুষ্ক প্রকৃতির থাকবে।

  • 5/15

মঙ্গলবারের পর থেকে সেখানে বদল আসতে পারে। রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না। ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম হতে পারে।

  • 6/15

উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আগামী কয়েকদিন শুষ্ক প্রকৃতির আবহাওয়া থাকার সম্ভাবনা।

  • 7/15

আজ কেমন থাকতে পারে কলকাতার আবহাওয়া, দেখে নিই। শুক্রবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

  • 8/15

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

  • 9/15

আজ, শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। কাল, রবিবারও কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

  • 10/15

এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সেখানেও আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকার কথা। 

  • 11/15

এর আগে আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৩১ তারিখের পর রাতের তাপমাত্রা একটু কমতে থাকবে।

  • 12/15

কলকাতার ক্ষেত্রেও পড়তে থাকবে। ৪-৫ তারিখ বেশি কমতে পারে।

  • 13/15

রাজ্যে শীত কবে আসবে, তা নিয়ে অপেক্ষায় সবাই। এই মুহূর্তে রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।

  • 14/15

এ বছর বর্ষার ব্যাটিং একটি বেশিই লম্বা হয়েছে। সাধারণত যে সময় বর্ষা বিদায় নেয়, তার থেকে পর সেই পর্ব মিটেছে। পুজোর সময় তৈরি হয়েছিল বৃষ্টির আশঙ্কা। আর তা হয়েছেও।

  • 15/15

দুর্গাপুজোর বিভিন্ন দিনে কলকাতা-সহ রাজ্যে বৃষ্টি হয়েছিল। তবে প্রবল বৃষ্টি হয়নি। ফলে বাঙালির প্রাণের উৎসব মাটি হয়ে যায়নি। আশঙ্কা ছিলই।

Advertisement
Advertisement