জাঁকিয়ে শীত শহরে। নেমে গেল তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তা ১ ডিগ্রি কম। রাজ্যের বিভিন্ন এলাকায় তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে গিয়েছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। পারদ কি আরও নামতে পারে?
কলকাতার সঙ্গে জেলাগুলিতেও কনকনে ঠান্ডা পড়েছে। জাঁকিয়ে শীত পড়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। শীত কাঁপুনি ধরাচ্ছে উত্তরবঙ্গেও। একাধিক জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে এক অঙ্কে ঘরে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা কমার এই প্রবণতা আপাতত থাকবে। তবে শহরের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার থাকবে আকাশ।
হাওয়া অফিস জানিয়েছে, ১৬-১৭ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে তাপমাত্রা। তবে ১২ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা কম। আপাতত ১৩-১৪ ডিগ্রির মধ্যে থাকবে।
সোমবার-মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কম থাকবে। তার পর কমবে উত্তুরে হাওয়া। তবে আপাতত ৫-৭ দিন স্বাভাবিকের উপরে থাকবে না তাপমাত্রা।
প্রতিবছর ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে হাড় কাঁপানো শীত পড়ে। সাধারণ ৪ দফায় শীতের দাপট দেখা যায় বলে জানিয়েছে হাওয়া অফিস। এটা প্রথম দফা চলছে।
রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা পানাগড়ে। ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। কল্যাণী, সিউড়ি ও শ্রীনিকেতনের তাপমাত্রা যথাক্রমে ৯.৮ , ৯ এবং ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
দার্জিলিঙে সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে। সকালে থাকবে হালকা কুয়াশা।
জম্মু-কাশ্মীরে এখন তাপমাত্রা শূন্যের নীচে। তার প্রভাবই পড়ছে রাজ্যে। হুহু করে ঢুকছে উত্তর-পশ্চিম হাওয়া। আগামী দু থেকে তিন দিন কলকাতাতে একই তাপমাত্রা থাকবে।