হাওয়া অফিসের পূর্বাভাস মতোই ভ্যালেনন্টাইন্স ডে তাপমাত্রা আরও নামল। গতকালের তুলনায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি নেমেছে পারদ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আর মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫-৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত দুদিনে তাপমাত্রা ৭ ডিগ্রি নামায় গোটা রাজ্যই শীত ফিরে এসেছে।
আগামী ২৪ ঘন্টায় আরও কিছুটা কমবে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল পর্যন্তই এমন পরিস্থিতি রাজ্যজুড়ে বজায় থাকবে। বৃহস্পতিবার ১৬ তারিখ থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। শেষে একেবারে বিদায় নেবে শীত।
আবহাওয়া দফতর আজ সকালে তাদের পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণবঙ্গে পরবর্তী ২ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরবর্তী ৩ দিন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে পরবর্তী ২ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তারপর থেকে তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে এমনিতেই আকাশ পরিষ্কারই থাকবে। কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।