Advertisement

কলকাতা

Corona-বাড়তেই রাজ্যের এই জায়গাগুলিতে কনটেইনমেন্ট জোন ঘোষণা, দেখুন

জ্যোতির্ময় দত্ত / ভোলা নাথ সাহা
  • কলকাতা ,
  • 24 Oct 2021,
  • Updated 1:01 PM IST
  • 1/11

পুজো শেষ হতেই রাজ্যে বাড়তে শুরু করেছে Corona-র সংক্রমণ। এই পরিস্থিতিতে সতর্ক নবান্ন। তাদের তরফে সতর্কতামূলক পদক্ষেপ করা হল। 

  • 2/11

হাওড়া ও হুগলি জেলার একাধিক জায়গাকে মাইক্রো কনটেইনমেন্ট    জোন বলে ঘোষণা করা হল। এই জোন তৈরির বিষয়ে জোর দেন  মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। 

  • 3/11

পাশাপাশি ৩টে 'T' অর্থাৎ টেস্টিং, ট্র্যাকিং ও ট্রিটমেন্টের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 

  • 4/11

শনিবার Corona নিয়ে রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে এই  নির্দেশ দেন তিনি। 

  • 5/11

হাওড়া ও হুগলি ছাড়াও কলকাতা, মালদা, নদিয়া, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান ও দার্জিলিং, এই জেলাগুলোতেও সংক্রমণের হার বাড়ছে। ফলে এই জেলাগুলোর জেলাশাসকদের আলাদা করে নির্দেশ পাঠিয়েছে নবান্ন। 

  • 6/11

নির্দেশিকায় বলা হয়েছে, আবার প্রয়োজন অনুযায়ী কনটেইনমেন্ট জোন তৈরি করতে হবে। রাত্রিকালীন বিধিনিষেধ কঠোরভাবে পালন করতে হবে। মাস্কের ব্যবহার আবশ্যিক করতেই হবে।
 

  • 7/11

টিকাকরণের হার বাড়াতে হবে। হাসপাতালগুলিতে কোভিড ফেসিলিটির পুনর্মূল্যায়ন করতে হবে। পাশাপাশি নতুন ও ক্রিটিক্যাল রোগীদের জন্য ব্যবস্থা তৈরি রাখতে হবে।

  • 8/11

সঠিকভাবে করোনা পজিটিভ রোগীদের ট্র্যাক করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

  • 9/11

কোন কোন জায়গাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে? হাওড়া পৌরসভার ১০টি ওয়ার্ডের ১৪টি জায়গাকে মাইক্রো কনটেইনমেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

  • 10/11

এই জায়গাগুলির মধ্যে রয়েছে, আন্দুল রোড, ধর্মতলা লেন, শিবপুর রোড ইত্যাদি। 

  • 11/11

হুগলির ১২ টা ব্লকের ২৬ টি গ্রাম পঞ্চায়েত ও ৭ টি পুরসভার বিভিন্ন এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে রাজ্য প্রশাসন। 
 

Advertisement
Advertisement