Advertisement

কলকাতা

West Bengal Local Train : বাংলায় লোকাল ট্রেন কবে থেকে চালানো সম্ভব? জানাল রেল

সৌমেন কর্মকার
  • কলকাতা,
  • 26 Oct 2021,
  • Updated 5:02 PM IST
  • 1/8

স্কুল খোলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাসের ১৬ তারিখ থেকে স্কুল খুলবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস আপাতত চালু করা হবে। তবে লোকাল ট্রেন কবে থেকে চলবে তা নিয়ে এখনও তা নিয়ে রাজ্য সরকার জানায়নি। 

  • 2/8

এরইমধ্যে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, তারা রাজ্যে লোকাল ট্রেন চালাতে প্রস্তুত। রাজ্য সরকার সবুজ সংকেত দিলেই ট্রেনের চাকা গড়াতে শুরু করবে। 
 

  • 3/8

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী আজতক বাংলাকে বলেন, 'নিয়ম অনুযায়ী রাজ্য সরকারেই জানাতে হবে যে, তারা কবে থেকে চালাতে চান। তবেই আমরা চালাতে পারব।' 

  • 4/8

তাঁর আরও সংযোজন, 'আমরা রেল চালানোর জন্য প্রস্তুত। যেদিন থেকে রাজ্য সরকার বলবে, সেদিন থেকেই চলবে। আমাদের স্টাফ, পরিকাঠামো সব তৈরি।' 

  • 5/8

পূর্ব রেলের তরফে আরও জানা গিয়েছে, লোকাল ট্রেন চালু করার ক্ষেত্রে রেল সবরকমভাবে প্রস্তুত। অতীতে তাদের তরফে রাজ্য সরকারকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালুর বিষয়ে অনুরোধ করেছিলাম। কিন্তু সেই সময় রাজ্য সরকার কোনও উত্তর দেয়নি।

  • 6/8

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে রাজ্যে এখন লোকাল ট্রেন বন্ধ। ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। অনেকেই লোকাল ট্রেন চালুর পক্ষে মত প্রকাশ করেছেন। 

  • 7/8

নিত্যযাত্রীদের বক্তব্য, বাসের ভাড়া আগের থেকে বেড়েছে। আবার প্রয়োজনের তুলনায় বাস সবসময় পাওয়া যাচ্ছেও না। তাই ট্রেন চালু করা দরকার। 

  • 8/8

উল্লেখ্য, রাজ্যে প্রায় সব কর্মপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এখনও বন্ধ ট্রেন। যার জেরে ভোগান্তির শিকার হচ্ছেন রেল যাত্রার উপর নির্ভরশীল যাত্রীরা। 

Advertisement
Advertisement