Advertisement

কলকাতা

West Bengal Depression Rain Alert : ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া-অতি ভারী বৃষ্টি; দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Aug 2022,
  • Updated 5:41 PM IST
  • 1/10

দক্ষিণবঙ্গে অবশেষে বৃষ্টির ঘাটতি পূরণ হতে পারে। সৌজন্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

  • 2/10

এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গ ও কলকাতায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে

  • 3/10

৮ তারিখ অর্থাৎ সোমবার থেকে টানা এই বৃষ্টি চলতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কি.মি। সেজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। 

  • 4/10

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ৭ তারিখ অর্থাৎ রবিবার নিম্নচাপ হওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপ শক্তিশালী হবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে। 

  • 5/10

তবে ৮ থেকে ১১ তারিখের মধ্যে হাল্কা থেকে মাঝারি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তেলাঙ্গানা, মধ্যপ্রদেশেও এই নিম্নচাপের প্রভাব দেখা যাবে। 

  • 6/10

৯ থেকে ১০ তারিখ কলকাতায় বৃষ্টি হবে। ১০ তারিখে ভারী বৃষ্টি হবে। হাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতায় এখনও সেভাবে ভারী বৃষ্টি হয়নি। তবে এই নিম্নচাপের ফলে বৃষ্টির ঘাটতি কিছুটা কমবে।

  • 7/10

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘা, মন্দারমণিতে ৬০ কি.মি বেগে ঝড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে।

  • 8/10

৮ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে  দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে। ৯ তারিখ বৃষ্টি হবে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 

  • 9/10

তবে ১০ তারিখে হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই বৃষ্টি হবে।

  • 10/10

হাওয়া অফিস আরও জানিয়েছে, এই বৃষ্টির ফলে জল জমবে নিচু এলাকায়। ফসলের ক্ষতিও হতে পারে। তবে জলের যে ঘাটতি ছিল তা মিটবে।   

Advertisement
Advertisement