করোনা মহামারি কাটিয়ে এবার পুজোর আনন্দে সামিল হতে প্রস্তুতি নিচ্ছে বাঙালি। চারদিকে সাজো সাজো রব। তবে দুর্গোৎসবে এবার বাধা হয়ে দাঁড়াতে বৃষ্টি। এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
কারণ, আগামী শনিবার ও রবিবারে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত নিয়ে এখনও আবহাওয়া দফতরের তরফে কিছু জানানো না হলেও আবহাওয়াবিদদের একাংশের মতে, ঘূর্ণাবর্ত তৈরির শঙ্কা প্রবল।
তাঁদের মতে, এই ঘূর্ণাবর্ত তৈরি হলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল নিয়ে উত্তর বঙ্গোপসাগরে এটি ক্রমশ ওড়িশা উপকূলের দিকে যাবে।
যার জেরে ফলে রবিবার অর্থাৎ সপ্তমীর দিন থেকেই বৃষ্টি হতে পারে। আর সেই বৃষ্টি বাড়তে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে।
অর্থাৎ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। তার প্রভাব পড়তে পারে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে।
আবার দক্ষিণবঙ্গের বাকি জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে।
যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পুজোর মুখে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আকাশ ঝলমলে থাকবে।
সঙ্গে হঠাৎ মেঘ জমতে পারে। হতে পারে হাল্কা ও বিক্ষিপ্ত বৃষ্টি। ষষ্ঠীর আগে পর্যন্ত কলকাতা বা তার আশপাশের জেলাগুলিতে বৃষ্টিত তেমন সম্ভাবনা নেই।
তবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই জেলাকগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। অর্থাৎ পুজোর কেনাকাটায় এর প্রভাব পড়তে পারে।