Advertisement

কলকাতা

Durga Puja Rain Weather : বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, সপ্তমী থেকেই একনাগাড়ে ভারী বৃষ্টি?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Sep 2022,
  • Updated 12:19 PM IST
  • 1/9

করোনা মহামারি কাটিয়ে এবার পুজোর আনন্দে সামিল হতে প্রস্তুতি নিচ্ছে বাঙালি। চারদিকে সাজো সাজো রব। তবে দুর্গোৎসবে এবার বাধা হয়ে দাঁড়াতে বৃষ্টি। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। 

  • 2/9

কারণ, আগামী শনিবার ও রবিবারে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত নিয়ে এখনও আবহাওয়া দফতরের তরফে কিছু জানানো না হলেও আবহাওয়াবিদদের একাংশের মতে, ঘূর্ণাবর্ত তৈরির শঙ্কা প্রবল। 

  • 3/9

তাঁদের মতে, এই ঘূর্ণাবর্ত তৈরি হলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল নিয়ে উত্তর বঙ্গোপসাগরে এটি ক্রমশ ওড়িশা উপকূলের দিকে যাবে। 

  • 4/9

যার জেরে ফলে রবিবার অর্থাৎ সপ্তমীর দিন থেকেই বৃষ্টি হতে পারে। আর সেই বৃষ্টি বাড়তে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে। 

  • 5/9


অর্থাৎ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। তার প্রভাব পড়তে পারে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে। 

  • 6/9

আবার দক্ষিণবঙ্গের বাকি জেলা যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে। 

  • 7/9

যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পুজোর মুখে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আকাশ ঝলমলে থাকবে। 

  • 8/9

সঙ্গে হঠাৎ মেঘ জমতে পারে। হতে পারে হাল্কা ও বিক্ষিপ্ত বৃষ্টি। ষষ্ঠীর আগে পর্যন্ত কলকাতা বা তার আশপাশের জেলাগুলিতে বৃষ্টিত তেমন সম্ভাবনা নেই। 

  • 9/9

তবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই জেলাকগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। অর্থাৎ পুজোর কেনাকাটায় এর প্রভাব পড়তে পারে। 

Advertisement
Advertisement