Advertisement

কলকাতা

West Bengal Rain Forecast: ঘূর্ণাবর্তের সঙ্গে অক্ষরেখাও, জোড়া ফলায় কবে থেকে টানা বৃষ্টি?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jul 2022,
  • Updated 4:35 PM IST
  • 1/10

বর্ষায় ভিন্ন ছবি দুই বঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল। অন্যদিকে, উত্তরবঙ্গকে ভাসিয়ে দিচ্ছেন বারিধারা। জুনে স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম বৃষ্টি হয়েছে দক্ষিণে। এবার জুলাইয়ের শুরুতে আশার আলো দেখাচ্ছে ওড়িশা উপকূলের ঘূর্ণাবর্ত।    

  • 2/10

জুন মাসে স্বাভাবিকের তুলনায় দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ৪৮ শতাংশ বৃষ্টির ঘাটতি। উত্তরে ৫৯ শতাংশের বেশি বৃষ্টি হয়েছে। কলকাতায় স্বাভাবিকের চেয়ে ৫৯ শতাংশ কম।

  • 3/10

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। সেই সঙ্গে ওড়িশা উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। 

  • 4/10

আগামী ৪৮ ঘন্টায় ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 
 

  • 5/10

আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 
 

  • 6/10

কিছুটা বেশি থাকবে উত্তর-পশ্চিম এলাকাগুলিতে। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে কিছুটা বেশি হবে বৃষ্টিপাত।

  • 7/10

উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ।
 

  • 8/10

আগামী সোমবার থেকে রাজ্যের উপকূল এলাকায় বৃষ্টি বাড়বে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এখন যেমন চলছে, প্রায় সে রকমই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

  • 9/10

উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

  • 10/10

আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ির, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। 

Advertisement
Advertisement