Advertisement

কলকাতা

Bengal Rain Alert: কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের সতর্কতা

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Jun 2022,
  • Updated 6:17 PM IST
  • 1/9

উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি, এমনকি বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গে আপাতত শুখাই থাকবে। মাঝে মধ্যে স্থানীয়স্তরে বৃষ্টির উপরেই নির্ভর করতে হবে। আপাতত বর্ষা ঢোকার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। 

  • 2/9

আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ। 

  • 3/9

ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। 

  • 4/9

এছাড়া বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। অন্যান্য জেলায় দু-একদিন হালকা বৃষ্টি। 

  • 5/9

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলি, কালিম্পিং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  

  • 6/9

১৩ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পিং এবং দুই দিনাজপুরেও ভারী বর্ষণ হতে পারে বলে জানাল হাওয়া অফিস।

  • 7/9

কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ৪ দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।  
 

  • 8/9

উত্তরবঙ্গ যখন সময়ের আগেই বর্ষা ঢুকেছে, তখন বৃষ্টির দেখা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আপাতত বর্ষা ঢুকছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। 

  • 9/9

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার অনুকূল পরিস্থিতি এখন নেই দক্ষিণবঙ্গে। কলকাতায় অবশ্য আগামী ৭২ ঘণ্টায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

Advertisement
Advertisement