Advertisement

কলকাতা

West Bengal Holi Weather Rain Summer : হোলির আগে কি বদলে যাবে আবহাওয়া? রইল পূর্বাভাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2022,
  • Updated 4:19 PM IST
  • 1/9

আগামী সপ্তাহেই হোলি। করোনার জেরে গত ২ বছর সেইভাবে হোলি খেলতে পারেনি রাজ্যবাসী। তাই এই বছর হোলি খেলতে উৎসাহী অনেকেই। কিন্তু, সাধারণ মানুষ চিন্তিত আবহাওয়া নিয়েও। 
 

  • 2/9

কারণ, এই বছর ভালোরকম বৃষ্টি হয়েছে। মাঝে মাঝে আকাশের মুখ ভার হয়েছে। ফলে বৃষ্টি হলে হোলির উৎসাহে ভাঁটা পড়তে পারে। এই পরিস্থিতিতে কী বলছে হাওয়া অফিস? 

  • 3/9

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৫ দিন  উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। 

  • 4/9

তবে তাপমাত্রার হেরফের হবে। দিনের তাপমাত্রা বাড়বে। রাতের দিকে তাপমাত্রার ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 

  • 5/9

অর্থাৎ দিনে গরম ও রাতে হাল্কা ঠান্ডা থাকবে। আবহাওয়া এখনও তেমন শুষ্ক হয়নি। ফলে খুব একটা অস্বস্তি থাকবে না। 

  • 6/9

কোনও কোনও জেলায় তাপমাত্রা রাতের দিকে কমছে। সেই কারণে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। 

  • 7/9

যেমন বীরভূম, উত্তর ২৪ পরগনার কোনও কোনও জায়গায় এখনও ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। 

  • 8/9

হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়, উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা বাড়লে এখন কয়েকটা দিন পশ্চিমের ও উপরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কম থাকবে। 

  • 9/9

তবে দেশের কথা বললে, দক্ষিণ ভারতে বেশ কিছু রাজ্যে বৃষ্টি চলবে। ১২ থেকে ১৪ মার্চ আগামী চার পাঁচদিন কেরালায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।  

Advertisement
Advertisement