Advertisement

কলকাতা

Kolkata Weather : ভোরের দিকে শীতের আমেজ, আরও কমবে তাপমাত্রা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2021,
  • Updated 4:37 PM IST
  • 1/9

আগামী ৫ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জানাল আবহাওয়া দফতর। 

  • 2/9

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। অর্থাৎ পারদ নামবে না।

  • 3/9

অর্থাৎ আগামী চার পাঁচ দিন এরকমই আবহাওয়া থাকবে। বলে রাখা ভালো আগামী ৩-৪ দিনের মধ্যেই কালীপুজো ও ভাইফোঁটা। এই দুই দিনে শীতের আমেজ একইরকম থাকবে। 

  • 4/9

 আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতায় আজ সকালে স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম তাপমাত্রা ছিল। উত্তরবঙ্গেও তাপমাত্রার কোনও হেরফের হয়নি। 

  • 5/9

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। 

  • 6/9

রবিবার হাওয়া অফিস জানিয়েছিল, খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা হবে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে। 

  • 7/9

তবে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে।
 

  • 8/9

গত বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সেই তাপমাত্রা নেমে হয় ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। 
 

  • 9/9

প্রসঙ্গত, বাংলায় শীতের আমেজ শুরু হয়েছে গিয়েছে। সকালে চার জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে। শ্রীনিকেতনে পারদ ১৮ ডিগ্রি হয়েছে।  
 

Advertisement
Advertisement