গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। তবে এখনই স্বস্তির বৃষ্টি রাজ্যের সব জায়গায় হবে এমন কোনও পূর্বাভাস নেই।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন রাজ্যের সব জাগয়ায় বৃষ্টি হবে এমন কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিসের এক অধিকর্তা জানান, এখন ইস্টান ইন্ডিয়ার মধ্যে শুধু নর্থ ওয়েস্টারলি বাতাস প্রবেশ করছে
এই বাতাস খুবই শুষ্ক। তার ফলে আগামী ৫ দিন শুষ্ক থাকবে আবহাওয়া।
তবে ব্যতিক্রম উত্তরবঙ্গ। সেখানকার জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কলকাতার আকাশ মেঘলা থাকবে। তবে কাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে
তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। আজ কলকাতার ক্ষেত্রে এক ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে।
তবে কাল থেকে আবার আগের মতোই তাপমাত্রা থাকবে।