Advertisement

কলকাতা

West Bengal Weekly Weather Forecast: বর্ষা আসছে দক্ষিণবঙ্গে, আগামী ৫ দিন এই জেলাগুলিতে বৃষ্টি

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jun 2022,
  • Updated 4:45 PM IST
  • 1/8

রবিবার সকাল থেকে কখনও রোদ কখনও মেঘলা। এ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে সেটা সাময়িক স্বস্তি। ভ্যাপসা গরম থেকে রেহাই দিতে পারে বর্ষা। যার অপেক্ষায় কাটছে দক্ষিণবঙ্গবাসীর। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শীঘ্রই শেষ হচ্ছে সেই প্রতীক্ষা।    

  • 2/8

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে৷ এর মধ্যে আছে বিহার এবং উত্তরবঙ্গও। তার প্রভাবে বিকেল এবং সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে ১৫ জুন পর্যন্ত।

  • 3/8

রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে  বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।

  • 4/8

কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। আগামী পাঁচ দিন এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। 
 

  • 5/8

আগামী ৩ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার খুব একটা কমবে না। তার পর ২-৪ ডিগ্রি পারদ নামতে পারে।

  • 6/8

এদিকে এখনও উত্তরবঙ্গেই আটকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তার প্রভাবে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। 

  • 7/8

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে পা রাখবে বর্ষা।

  • 8/8

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষণ চলছে। সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
 

Advertisement
Advertisement