শীতপ্রেমীদের মন ভরে গিয়েছে চলতি মরশুমে। বহু বছর পর কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কনকনে ঠান্ডায় কেঁপেছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝ পথে এসেও জমাটি ঠান্ডা ভাব অব্যাহত। এই ঠান্ডা আর কত দিন চলবে? কবে থেকে বাড়বে তাপমাত্রা?
এই শীতে টানা ২৩ দিন কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থেকেছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রেকর্ড।
একটানা বেশ কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে ছিল। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যবুথবু হয়ে গিয়েছিল গোটা শহর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৯ জানুয়ারি, অর্থাৎ সোমবার থেকে রাজ্যে কমতে শুরু করবে শীতের আমেজ।
যদিও এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না শীত। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও শীতের আমেজ হাল্কা হলেও বজায় থাকবে বঙ্গে।
বৃহস্পতিবার শহরের রাতের তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরের রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
রবিবার পর্যন্ত কলকাতাবাসী শীতের শেষভাগ উপভোগ করবে বেশ ভালো ভাবেই। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজায় থাকবে উত্তুরে হাওয়ার দাপট।
সরস্বতী পুজোর দিন ভোর এবং রাতে হাল্কা শীতের দাপট বজায় থাকবে। ২৪ জানুয়ারির পর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া অফিসের পূর্বাভাস এমনটাই।
রাজ্য জুড়ে বজায় থাকবে কুয়াশার দাপট। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
কোচবিহার ও জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের চার জেলায় দৃশ্যমানতা কমতে পারে ৫০ মিটারের নীচে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পুরোপুরি ভাবে রাজ্য থেকে বিদায় নেবে শীত।