Advertisement

কলকাতা

লাগাতার বৃষ্টিতে ফসলের ব্যপক ক্ষতি, শীতকালীন শাক-সবজির কী অবস্থা?

  • 1/7

জাঁকিয়ে শীত না পড়লেও ঠান্ডার আমেজ এসে গিয়েছে বঙ্গে। আর শীতকাল মানেই বাজারের ব্যাগ ভর্তি সবুজ সতেজ শাকসবজি (Winter Vegetables)। 

  • 2/7

ফুলকপি, বাধাকপি, বিট, গাজর, মুলো, পালং শাক সহ আরও কত কী। এককথায় বলতে গেলে শীতকালীন সবজির জন্য যেন অপেক্ষা করে বসে থাকেন ভোজনরসিকরা।

  • 3/7

কিন্তু এবছর অতিবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই শাকসবজির চাষ। পুজোর আগে বর্ষার মরশুমে এইবছর যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে চাষের প্রভূত ক্ষতি হয়েছে বলেই জানাচ্ছেন চাষিরা।

  • 4/7

এমনকী শীতের আমেজের মাঝেও বৃষ্টি পিছু ছাড়েনি বঙ্গের। গত দু-তিনদিনেও বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। 

  • 5/7

এক্ষেত্রে কৃষকরা জানাচ্ছেন, এই বছর যা বৃষ্টি হয়েছে তার জেরে বিপুল ক্ষতি হয়েছে ধান ও আলুচাষের। 

  • 6/7

ক্ষতির মুখে পড়েছে কপিচাষও। বৃষ্টিতে পচে নষ্ট হয়ে গিয়েছে প্রচুর পরিমান কবি। অন্যান্য শাকসবজির চাষেও কার্যত একই অবস্থা। 

  • 7/7

সেক্ষেত্রে এই বছর বাজারে শীতকালীন সবজির যোগান কতটা থাকবে, আর থাকলেও বা তার দাম কেমন হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রেতাদের মধ্যে।  

Advertisement
Advertisement