Advertisement

Mamata Banerjee : কেন্দ্রীয় সরকার ২৫ ডিসেম্বর ছুটি বাতিল করেছে, আমাদের ছুটি বহাল থাকবে: মমতা

রাজ্যের পালাবদলের  পরেই পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে প্রতিবছর এই ক্রিসমাস উত্‍সব আয়োজন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, আমি এই অনুষ্ঠানটি শুরু করেছি। এটা সাধারণ মানুষেরই কৃতিত্ব। আমরা সব ধর্ম, সব উত্‍সবকে ভালোবাসি।

'কেন্দ্রীয় সরকার ২৫ ডিসেম্বর জাতীয় ছুটি বাতিল করেছে, আমাদের ছুটি থাকবে' মমতা
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 19 Dec 2024,
  • अपडेटेड 6:45 PM IST

পার্কস্ট্রিটে শুরু হয়ে গেল কলকাতা ক্রিসমাস উত্‍সব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ উদ্বোধন করলাম। ক্রিসমাস ফেস্টিভ্যাল চলবে ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর। ২৪ ও ২৫ তারিখে এই দুটো দিন এখানে গাড়িঘোড়া চলবে না। হাঁটা আর ভালো খাওয়াদাওয়ার আয়োজন থাকবে। অন্যান্য়বারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনেক শিল্পী আসবে, গান গাইবে। কারণ, কলকাতা দেশের সাংস্কৃতিক রাজধানী'। সঙ্গে বার্তা,  ক্রিসমাস মানে ভালোবাসা। ক্রিসমাস মানে আনন্দ। ক্রিসমাস মানে শান্তি। ক্রিসমান মানে ঐক্য'।

প্রতিবারের মতো এবার পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্য়মন্ত্রী। বললেন, 'বাবা সাহেব আম্বেদকরের ২৫ ডিসেম্বর নিয়ে মন্তব্যে আমি 'শকড'। এটা জাতীয় ছুটির দিন ছিল। কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে। আমি কখনই এসব করি না। আমাদের রাজ্যে ছুটি আছে। আমরা চাই, সবাই এই দিনটায় আনন্দ করুক। চার্চে যাক, প্রার্থনার করুক। আমিও ২৪ ডিসেম্বর মধ্যরাতে প্রার্থনার যোগ দিই এবং নিজেকে ভাগ্যবতী মনে করি'।

রাজ্যের পালাবদলের  পরেই পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে প্রতিবছর এই ক্রিসমাস উত্‍সব আয়োজন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, আমি এই অনুষ্ঠানটি শুরু করেছি। এটা সাধারণ মানুষেরই কৃতিত্ব। আমরা সব ধর্ম, সব উত্‍সবকে ভালোবাসি। সবধর্ম, সবধর্ম, সববর্ণকে নিয়ে করি। সব জেলায় এখন উদযাপন হচ্ছে।  আমি কলকাতা কত রাস্তায় দেখেছি। দারুণ একটা উত্‍সবের মতো হয়ে গিয়েছে'। এদিন এখানরকার মঞ্চ থেকেই তিনি উদ্বোধন করেন দার্জিলিং মেলো টি ফেস্টের।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement