Advertisement

Messi In Kolkata: যুবভারতী-কাণ্ড গড়াল হাইকোর্টে, ED, CBI তদন্ত, টিকিটের টাকা ফেরত চেয়ে মামলা

মেসির ভারত সফরের প্রথম দিন কলকাতায় চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। হাজার হাজার টাকার টিকিট কেটেও VVIP-দের ভিড়ে ঘিরে থাকা মেসিকে দেখতে না পেয়ে ক্ষেপে ওঠে জনতা। ভাঙচুর চলে সল্টলেক স্টেডিয়ামে। এই নিয়ে এবার কলকাতা হাইকোর্টে ৩টি জনস্বার্থ মামলা দায়ের হয়।

কলকাতায় মেসি কলকাতায় মেসি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Dec 2025,
  • अपडेटेड 1:41 PM IST
  • যুবভারতীকাণ্ডে ED-CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা
  • মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী সহ ৩ জন
  • দর্শকদের টিকিটের টাকা ফেরানোর আর্জি

মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতীর বিশৃঙ্খলাকাণ্ড এবার গড়াল আদালতে। কলকাতা হাইকোর্টে ৩টি জনস্বার্থ মামলায় দায়ের হল সোমবার। ED, CBI-এর মতো কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে এই ঘটনার তদন্তের আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে টিকিটের টাকা ফেরত দেওয়ারও দাবি জানিয়েছেন মামলাকারীরা। 

৩টি মামলার মধ্যে একটি দায়ের করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবং মৈনাক ঘোষাল। অব্যবস্থা নিয়ে আয়োজকদের বিরুদ্ধে তদন্ত, টিকিটের টাকা ফেরত এবং স্টেডিয়াম ভাঙচুরের ফলে যে ক্ষতিক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন মামলাকারীরা। 

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় রাজ্য সরকারের গড়া অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্যের এই এক্তিয়ার নেই বলে অভিযো তুলে এই মর্মে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। মৈনাক ঘোষের আবেদন, আদালতের নজরদারিতে একটি তদন্ত কমিটি গঠন করা হোক। ফেরত দেওয়া হোক দর্শকদের টিকিটের টাকা এবং ED-CBI-এর মতো কেন্দ্রীয় সংস্থার দ্বারা সম্পূর্ণ তদন্ত। যার মধ্যে আর্থিক দুর্নীতির বিষয়টিও রাখার অনুরোধ তাঁর। স্টেডিয়াম ভাঙচুরের ফলে যে ক্ষতি হয়েছে তা পুনর্সংস্কারের সমস্ত ব্যয়ভার আয়োজক সংস্থাকে বহন করতে বলা হোক বলেও আর্জি মামলাকারীর। 

GOAT ইন্ডিয়া টুরে মেসির সফরের প্রথম দিন চরম বিশৃঙ্খলার সাক্ষী থাকে কলকাতা। তাঁকে দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে যুবভারতী স্টেডিয়ামে পৌঁছেছিলেন অসংখ্য ফ্যান। কিন্তু অভিযোগ ওঠে, নেতা-মন্ত্রী-সেলিব্রেটিরা মেসিকে ঘিরে রাখায়, ফুটবলের রাজপুত্রর এক ঝলকও দেখতে পাননি তাঁরা। কার্যত নির্দিষ্ট সময়ের অনেক আগেই মাঠ ছেড়ে চলে যান মেসি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারি থেকে জলের বোতল ছুড়তে শুরু করেন অনুরাগীরা। স্টেডিয়ামে ভাঙচুর হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় শামিয়ানাতে। চেয়ার, ফুলের টব, কার্পেট তুলে নিয়ে যান দর্শকরা। ঘটনায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমা চান মেসি ও দর্শকদের কাছেও। 

Advertisement

শুভেন্দু অধিকারীর আইনজীবী বিলওয়াদল ভট্টাচার্য পক্ষপাতহীন তদন্তের দাবি জানিয়েছেন। 

৩টি মামলাই গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। কার্যকরী প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলাগুলির শুনানি হবে। 

 

Read more!
Advertisement
Advertisement