RG Kar Hospital Vandalism: ১৪ অগাস্টের রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ৫০ জন জামিন পেলেন। সোমবার তাঁদের জামিন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত। এর আগেই এই মামলায় ৪ জন জামিন পেয়েছিলেন। গত ১৪ অগাস্ট, আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে 'রাত দখল' কর্মসূচির ডাক দেওয়া হয়।
সেই সময় হঠাৎ রাতে, আরজি কর হাসপাতালের ব্যারিকেড ভেঙে একদল দুষ্কৃতি ঢুকে পড়ে। তারপর হাসপাতালের ভিতরে চলে ভাঙচুর। অনুপাতে তাদের সংখ্যা অনেক বেশি থাকায় পিছু হটতে বাধ্য হন পুলিশকর্মীরা। ভয়ে হাসপাতালের অভ্যন্তরে আশ্রয় নেন সাংবাদিকরাও। আরজি কর হাসপাতালে তুমুল ভাঙচুর চালানোর ছবি সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে।
সেদিনের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সংবাদমাধ্যমের ফুটেজ থেকেও বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়। তাদের বিরুদ্ধে মামলা চলছিল। তাতেই জামিন পেলেন প্রায় ৫০ জন।
৫০ জনকে ধরার পেছনে কম পরিশ্রম করতে হয়নি পুলিশকর্মীদের। শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানায় তিনটি মামলা রুজু করা হয়েছিল। রীতিমতো অভিযান করে ভাঙচুরে অভিযুক্তদের একে একে পাকড়াও করে কলকাতা পুলিশ। শুধু তাই নয়, ভিডিও ফুটেজের স্ক্রিনশট নিয়ে তাদের পরিচয় জানতে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়। সব মিলিয়ে একে একে ভাঙচুরে অভিযুক্তদের ধরেছিল কলকাতা পুলিশ। এর আগে এই ভাঙচুরের ঘটনায় ৪ জনকে জামিন দিয়েছে আদালত। আর এবার, সোমবার ৫০ জনের জামিন মঞ্জুর করল শিয়ালদা আদালত।