Advertisement

5G Service How To Activate West Bengal Kolkata : খুব সহজেই আপনার ফোনে 5G চালু করুন এইভাবে

গতকাল ১ অক্টোবর থেকে ভারতে 5G পরিষেবা শুরু হয়েছে। বারাণসী, দিল্লি-সহ ৪ শহরে পরিষেবা চালু করেছে এয়ারটেল। অনেকে তাঁদের ফোনে 5G সিগন্যাল পেতে শুরু করেছেন। আপনার স্মার্টফোনেও কি 5G সিগন্যাল দেখতে পাচ্ছেন?

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2022,
  • अपडेटेड 12:23 PM IST
  • গতকাল ১ অক্টোবর থেকে ভারতে 5G পরিষেবা শুরু হয়েছে
  • আপনার ফোনে পরিষেবা পাচ্ছেন ?

গতকাল ১ অক্টোবর থেকে ভারতে 5G পরিষেবা শুরু হয়েছে। বারাণসী, দিল্লি-সহ ৪ শহরে পরিষেবা চালু করেছে এয়ারটেল। অনেকে তাঁদের ফোনে 5G সিগন্যাল পেতে শুরু করেছেন। আপনার স্মার্টফোনেও কি 5G সিগন্যাল দেখতে পাচ্ছেন? 

আপনি যদি এয়ারটেল ব্যবহারকারী হন এবং 5G পরিষেবা মিলছে এমন শহরে বসবাস করছেন, তাহলে 5G পাওয়ার কথা আপনারও। সেক্ষেত্রে VoLTE বা 4G-এর পরিবর্তে, আপনার ফোনে 5G লেখা দেখাবে। 

এয়ারটেল এই শহরগুলিতে 5G পরিষেবা চালু করেছে

এয়ারটেল (Airtel) ইতিমধ্যেই দিল্লি, বারাণসী, মুম্বই, বেঙ্গালুরু, শিলিগুড়ি, হায়দরাবাদ, কলকাতা এবং চেন্নাইতে 5G পরিষেবা শুরু করেছে। 5G লেখা ফোনের কোথায় ও কীভাবে দেখতে পাবেন তার ছবি নিচে দেওয়া হল। যদি আপনার ফোনে এখনও 5G না এসে থাকে তাহলে সেটিংস পরিবর্তন করে 5G নেটওয়ার্কে আপগ্রেড করতে পারেন। 

আরও পড়ুন : West Bengal Tourist Spot : যাওয়া-খাওয়া খরচ মাত্র ৫০০ টাকা, পুজোর মাঝেই ঘুরে আসুন এই ৩ টুরিস্ট স্পট

কীভাবে চেক করবেন ? 

উপরে উল্লেখিত শহরগুলিতে থাকলে আপনি আপনার স্মার্টফোনে 5G নেটওয়ার্ক পাবেন। আর যদি সিগন্যাল না পান, তাহলে ফোনের সেটিংস চেক করা উচিত। সেজন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথমেই Connection অপশনে ক্লিক করতে হবে। কোনও কোনও ফোনে এই বিকল্পটি সিম কার্ড এবং মোবাইল নেটওয়ার্কের নামেও আসে৷ এবার আপনাকে সেই সিম কার্ডটি বেছে নিতে হবে যার উপর আপনি 5G নেটওয়ার্ক চান। এখানে আপনি Preferred Network Type বা Network Mode এর অপশন পাবেন। আপনি যদি আপনার স্মার্টফোনে 5G নেটওয়ার্ক চান, তাহলে আপনাকে এখানে 5G অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনি কি 5G পরিষেবা পেতে শুরু করবেন। 

Advertisement

আরও  পড়ুন : West Bengal Low Budget tourist spot : খরচ মাত্র ৪০০ থেকে ৫০০ টাকা, পুজোয় পুরীর বদলে ঘুরে আসুন এই ৩ জায়গা

তবে মনে রাখবেন, 5G পরিষেবা পাওয়ার জন্য আপনার শহরে এই পরিষেবা চালু থাকতে হবে। 5G চালু হয়ে গেলে আগের থেকে অনেক বেশি স্পিড পাবেন। 

উল্লেখ্য, কিছু ব্যবহারকারী 5G এই লেখাটি দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ সামনে আসছে। আপনিও যদি এমন সমস্যা দেখেন তাহলে ফোনের সর্বশেষ আপডেটটি একবার ডাউনলোড করে নিন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement