ভয় ধরাচ্ছে গুলেন বারি সিনড্রোম। এবার এ রাজ্যও গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে দাবি। কলকাতার নীল রতন সরকার হাসপাতালে মৃত্যু হয়েছে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। তার শরীরে জিবি সিনড্রোমের উপসর্গ ছিল বলে দাবি। ওই ছাত্রের বাড়ি উত্তর ২৪ পরগনায়। সোমবার সকালে এনআরএস হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে খবর, সেপটিক শক ও মায়োকারডিটিসের কারণে মৃত্যু হয়েছে কিশোরের। এর আগে, এ দেশে পুণেতে এই রোগে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
জিবি সিনড্রোম নিয়ে বৈঠক করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব। বৈঠকে সব সরকারি ও জেলা হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে যাতে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো থাকে, তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। প্লাজমা থেরাপি, ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
স্বাস্থ্য আধিকারিকরা আশ্বস্ত করেছেন যে, জিবি সিনড্রোমের বাড়বাড়ন্ত নেই। অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে যে কোনও উপসর্গ থাকলেই চিকিৎসকের পরামর্শ নিন।