Advertisement

Kolkata Airport 100th Anniversary: কলকাতা এয়ারপোর্টের ১০০ বছর, কেমন সেই ঐতিহাসিক সফর? শুরু হচ্ছে এলাহি সেলিব্রেশন

কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর শতবর্ষ পদার্পণ করতে চলেছে। আর ইতিমধ্যেই দমদম বিমানবন্দরের এই শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া থেকে জানানো হয়েছে, কলকাতা বিমানবন্দর ১০০ বছরে পদার্পণ করায় ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ গর্বিত। এটি একটি গৌরবময় অধ্যায়। বিমান পরিষেবার মধ্যে দিয়ে বিশ্বের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন করেছে কলকাতা বিমানবন্দর।

শতবর্ষে কলকাতা বিমানবন্দর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2024,
  • अपडेटेड 12:45 PM IST


কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর শতবর্ষ পদার্পণ করতে চলেছে। আর ইতিমধ্যেই দমদম বিমানবন্দরের এই  শতবর্ষ  উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে  বিমানবন্দর কর্তৃপক্ষ।  এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া থেকে জানানো হয়েছে, কলকাতা বিমানবন্দর ১০০ বছরে পদার্পণ করায় ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ গর্বিত। এটি একটি গৌরবময় অধ্যায়। বিমান পরিষেবার মধ্যে দিয়ে বিশ্বের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন করেছে কলকাতা বিমানবন্দর। 

 

প্রসঙ্গত, ইতিহাসের পাতা ঘাটলে দেখা যাবে, ঠিক ১০০ বছর আগে ১৯২৪ সালে কলকাতা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু হয়েছিল। একটি গবেষণায় উঠে এসেছে, ১৯২৪ সালের ২ মে রয়্যাল এয়ারফোর্সের বিমান নিয়ে এক ফরাসি পাইলট কলকাতায় প্রথম অবতরণ করেন। এর তিনদিন বাদে আরও একটি বিমান আগ্রা থেকে কলকাতায় আসে। ১৬ মে এলাহাবাদ থেকে আসা বিমান অবতরণ করে কলকাতায়। স্বাভাবিকভাবেই কলকাতা বিমানবন্দরের এই উল্লেখযোগ্য অধ্যায়কে স্মরণীয় করে রাখতে শতবর্ষ উদযাপনের আয়োজনা করা হচ্ছে। 

 

 শতবর্ষ উদযাপনের আয়োজনা নিয়ে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের একপ্রস্থ আলোচনা হয়েছে। ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। যে অনুষ্ঠানে কেন্দ্রের মন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, বিশিষ্টদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পর্যায়ক্রমে এই অনুষ্ঠান হবে। কলকাতা বিমানবন্দরের ইতিহাস তুলে ধরে প্রদর্শনী, সেমিনার, সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাক্ষর অভিযান সহ একাধিক কর্মসূচির কথা ভাবা হয়েছে।

 

১৯৯৫ সালে কলকাতা বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করা হয়, এর আগে  দমদম বিমানবন্দর নামে পরিচিত ছিলো।  ১,৬৪১ একর (৬৬৪ হেক্টর) এলাকা জুড়ে বিস্তৃত, কলকাতা বিমানবন্দর দেশের পূর্ব অংশে বিমান পরিবহনের বৃহত্তম কেন্দ্র। বিমানবন্দরটি ২০১৯-২০ অর্থবর্ষে ২২ মিলিয়ন যাত্রী পরিবহনে সক্ষম হওয়ায় দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও চেন্নাইয়ের পরে যাত্রী পরিবহনের ক্ষেত্রে ভারতের পঞ্চম-ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হয়। বিমানবন্দরটি উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ, ভুটান, চিন ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দুবাই, আবু ধাবি ও দোহার উড়ানের জন্য একটি প্রধান কেন্দ্র। ২০১৪ ও ২০১৫ সালে, কলকাতা বিমানবন্দরটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত শ্রেষ্ঠ উন্নত বিমানবন্দর শিরোপা অর্জন করে। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement