Advertisement

Abhishek Banerjee: ED-র তলব, অভিষেকের ট্যুইট, 'কোনও শক্তি আটকাতে পারবে না, দিল্লির ধর্নায় থাকব'

আগামী ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবার ওইদিনই ইডি তলব করেছে তাঁকে। কিন্তু তিনি ইডির তলবে যাচ্ছেন না বলেই ইঙ্গিত দিলেন। শুক্রবার টুইটারে তাঁর দাবি, ঘোষিত কর্মসূচির ধরে ধরে তাঁকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার এ নিয়ে সমাজমাধ্যমে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছেন অভিষেক। সেই পোস্টের শেষাংশে ইংরেজিতে লেখেন, ‘‘স্টপ মি ইফ ইউ ক্যান।’’ অর্থাৎ, পারলে আমায় আটকান।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2023,
  • अपडेटेड 12:16 PM IST
  • আগামী ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  • আবার ওইদিনই ইডি তলব করেছে তাঁকে। কিন্তু তিনি ইডির তলবে যাচ্ছেন না বলেই ইঙ্গিত দিলেন।
  • শুক্রবার টুইটারে তাঁর দাবি, ঘোষিত কর্মসূচির ধরে ধরে তাঁকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

আগামী ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবার ওইদিনই ইডি তলব করেছে তাঁকে। কিন্তু তিনি ইডির তলবে যাচ্ছেন না বলেই ইঙ্গিত দিলেন। শুক্রবার টুইটারে তাঁর দাবি, ঘোষিত কর্মসূচির ধরে ধরে তাঁকে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার এ নিয়ে সমাজমাধ্যমে একটি বিস্তারিত বিবৃতি দিয়েছেন অভিষেক। সেই পোস্টের শেষাংশে ইংরেজিতে লেখেন, ‘‘স্টপ মি ইফ ইউ ক্যান।’’ অর্থাৎ, পারলে আমায় আটকান।

'লিপ্‌স অ্যান্ড বাউন্ডস' মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে আগামী ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছে কেন্দ্রীয় সংস্থা। ঘটনাচক্রে, আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার বকেয়া পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে রাজ্যের শাসকদল। কর্মসূচি চলাকালীন অভিষেকের দিল্লিতে থাকার কথা। সেই সময়েই ইডির তলব ঘিরে বিতর্ক তৈরি হয়। পাশাপাশি ওই একই মামলায় অভিষেকের বাবা-মাকেও তলব করা হয়েছে। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের সম্পত্তির নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে যেতে বলেছে ইডি।

এর আগে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিন ইডি ডেকে পাঠিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তলব নিয়ে সে সময় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে তৃণমূল দাবি করেছিল, অভিষেককে ভয় পেয়ে, তাঁকে আটকাতে এভাবে আগাম বৈঠকের সূচি সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকল। যদিও সে সময় দিল্লি যাননি অভিষেক। বদলে ইডির ডাকে সিজিও কমপ্লেক্সেই হাজিরা দেন। তবে এবার তাঁর দাবি, মানুষের প্রাপ্যর লড়াইয়ে নেমেছেন এবার। তাই দিল্লির কর্মসূচিই এবার তাঁর অগ্রাধিকারে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement