Advertisement

Abhishek Banerjees: 'বেইমানদের ল্যাজেগোবরে করার দায়িত্ব আমি নিলাম,' অভিষেকের মুখে মুকুল-শুভেন্দু প্রসঙ্গ

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন, দলের শৃঙ্খলারক্ষাই তার প্রধান অগ্রাধিকার। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বলেন, “কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। অনেকেই সংবাদমাধ্যমে টিকে থাকার জন্য অনেক কিছু বলছেন, যা উচিত নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

অভিষেক, মুকুল রায় ও শুভেন্দু অধিকারি।-কোলাজঅভিষেক, মুকুল রায় ও শুভেন্দু অধিকারি।-কোলাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2025,
  • अपडेटेड 1:08 PM IST
  • তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন, দলের শৃঙ্খলারক্ষাই তার প্রধান অগ্রাধিকার।
  • বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বলেন, “কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন, দলের শৃঙ্খলারক্ষাই তার প্রধান অগ্রাধিকার। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বলেন, “কেউ দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। অনেকেই সংবাদমাধ্যমে টিকে থাকার জন্য অনেক কিছু বলছেন, যা উচিত নয়। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

মুকুল-শুভেন্দুর প্রসঙ্গ তুলে হুঁশিয়ারি
দলের প্রতি বিশ্বাসঘাতকতার প্রসঙ্গে অভিষেক সরাসরি মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে বলেন, “যারা দলের সঙ্গে বেইমানি করেছিল, যেমন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, আমি তাদের চিহ্নিত করেছিলাম। ভবিষ্যতেও যারা দলের সঙ্গে বেইমানি করবে, তাদের ল্যাজেগোবরে করার দায়িত্ব আমি নিলাম।”

তিনি আরও বলেন, “আমরা চাই, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হন। তাই একফোঁটা জমিও ছাড়া যাবে না। দলের প্রকৃত কর্মীরা যেভাবে লড়াই করছেন, তাঁদের কারণেই আমরা বিজেপির চক্রব্যুহ ভেঙে দিতে পারব।”

সিবিআই চার্জশিট নিয়ে প্রতিক্রিয়া
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই চার্জশিটে তার নাম থাকার প্রসঙ্গে অভিষেক বলেন, “খবরে দেখাচ্ছে, আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। কিন্তু চার্জশিটে শুধু নাম লেখা, পরিচয় নেই, ঠিকানা নেই। সিবিআই ভাববাচ্যে কথা বলছে। ওদের এই ভয় আমার ভালো লাগছে।”

তিনি আরও বলেন, “আমি কথা পাল্টাই না। আগেও বলেছিলাম, কেউ যদি আমার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারে, তাহলে আমি ফাঁসির মঞ্চে উঠতে রাজি।”

‘বাংলার বিরুদ্ধে চক্রান্ত চলছে’
সন্দেশখালি থেকে আরজি কর হাসপাতালের ঘটনা— একাধিক প্রসঙ্গ টেনে অভিষেক দাবি করেন, “বার বার বাংলার মানুষকে ভুল বোঝানো হয়েছে। আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, এখনো সেই চক্রান্ত চলছে। কিন্তু আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আঁকড়ে রাখব।”


 

Read more!
Advertisement
Advertisement