Advertisement

Accident in South Kolkata School: কলকাতার নামী স্কুলে ভয়াবহ দুর্ঘটনা, পডুয়াদের মাথায় ভেঙে পড়ল কাচের প্যানেল

সোমবার সপ্তাহের প্রথম দিন স্কুল খুলতেই বিপত্তি। সকালবেলা ভয়ানক দুর্ঘটনা দক্ষিণ কলকাতার স্কুলে। সাদার্ন এভিনিউ মোড়ে নবনালন্দা স্কুলের বিল্ডিংয়ের ওপর থেকে ভেঙে পড়ে কাচ। সেই সময় স্কুলে ঢোকার মুখে ছাত্রছাত্রীদের লাইনের ওপর পড়ে সেই কাচ। আহত হয় ৩ পড়ুয়া। এদের মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়ার আঘাত গুরুতর। তাঁদের চিকিত্‍সা চলছে হাসপাতালে।

 দক্ষিণ কলকাতার নামী স্কুলে দুর্ঘটনা দক্ষিণ কলকাতার নামী স্কুলে দুর্ঘটনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jan 2025,
  • अपडेटेड 10:17 AM IST

সোমবার সপ্তাহের প্রথম দিন স্কুল খুলতেই বিপত্তি।  সকালবেলা ভয়ানক দুর্ঘটনা দক্ষিণ কলকাতার স্কুলে। সাদার্ন এভিনিউ মোড়ে নবনালন্দা স্কুলের বিল্ডিংয়ের ওপর থেকে ভেঙে পড়ে কাচ। সেই সময় স্কুলে ঢোকার মুখে ছাত্রছাত্রীদের লাইনের ওপর পড়ে সেই কাচ। আহত হয় ৩ পড়ুয়া। এদের মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়ার আঘাত গুরুতর। তাঁদের চিকিত্‍সা চলছে হাসপাতালে। 

 দুর্ঘটনার পর গোটা স্কুল জুড়ে হুলুস্থূল পড়ে যায় । সকাল ৭টা নাগাদ স্কুল শুরুর সময় ঘটে এই দুর্ঘটনা । জখম পড়ুয়াদের  তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে । দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা।   ঘটনার পরেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।  ঘটনাস্থলে পৌঁছয়  টালিগঞ্জ থানার পুলিশ।

 জানা গিয়েছে, সোমবার সকালে সাদার্ন অ্যাভিনিউ এলাকার এই স্কুলে ঢোকার সময়েই দুর্ঘটনার কবলে পড়েন পড়ুয়ারা। স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে ২ পড়ুয়ার  মাথায় পড়ে। তাদের উদ্ধার করতে গিয়ে অন্য একপড়ুয়াও আহত হয়। এ দিকে, স্কুল কর্তৃপক্ষের দাবি, সদ্যই নির্মিত হয়েছে স্কুলের এই নতুন ভবনটি। ফলে রক্ষণাবেক্ষণ নেই এই অভিযোগ মানতে নারাজ তারা। স্কুলের বক্তব্য, কয়েক জন পড়ুয়া বলপূর্বক কাচের জানালা খোলার চেষ্টা করছিল। সে সময়েই কাচ ভেঙে যায়।  যদিও এই যুক্তি মানতে চাননি অভিভাবকেরা। প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান প্রিন্সিপাল।
 

Read more!
Advertisement
Advertisement