রাতভর এসএসসি ভবন ঘেরাওয়ের ডাক দিলেন চাকরিহারারা। সোমবার বেরোচ্ছে না যোগ্যদের তালিকা। প্রতিবাদে রাতভর বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেন চাকরিহারারা। এদিন এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার কাণ্ড বাধল। সোমবার সন্ধ্যায় সল্টলেকে আচার্য সদনের বাইরে হাজার হাজার চাকরিহারাদের বিক্ষোভ চলছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।
২৬ হাজার চাকরি বাতিল নিয়ে আজ যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। কিন্তু সন্ধ্যা ৬টার পরও সেই তালিকা প্রকাশ করা হয়নি। তারপরেই ধৈর্যের বাঁধ ভাঙে। শুরু হয় বিক্ষোভ।
চাকরিহারাদের একাংশের বক্তব্য, 'এখন এসএসসি বলছে, থার্ড কাউন্সিল পর্যন্ত বৈধ।এটা আমরা মানি না।' যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সরব চাকরিহারারা। সোমবার রাত জাগবেন বলে জানালেন বিক্ষোভকারীরা। হুঁশিয়ারির সুরে তাঁরা বললেন, সারা রাত এসএসসি চেয়ারম্যানকে আটকে রাখবেন। অনেকে তালিকা দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। শিক্ষামন্ত্রী এবং এসএসসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে। যার জেরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। তাঁদের একাংশের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের চাকরির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ীই করব। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, কিছু রাস্তা ভাঙা থাকতে পারেন, সেই সব পেরিয়েই এগিয়ে যেতে হবে। আমার প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি, ই রেডি। এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনও ভাবে না যায়, তার ব্যবস্থা আমরা করব। আপনি আপনার কাজ করুন। আপনাকে কেউ চাকরি থেকে বরখাস্ত করেনি।
অন্য দিকে, চাকরি বাতিল নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছেন, '২৬ হাজার চাকরি যাওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, তা মুখ্যমন্ত্রী। এসএসসির অটোনমি শেষ করেছেন মুখ্যমন্ত্রী। অযোগ্যদের জন্য যোগ্যদেরও বলি করা হয়েছে।'