বুধবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। আজ, শুক্রবার দুপুরে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। এদিনই কলকাতায় মোদীর কর্মসূচী রয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত থাকতে পারবেন না অগ্নিমিত্রা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। এর মাঝেই নিয়ম মতো একাধিক কর্মসূচিতে যোগ দেন আসানসোলে। বুধবার সেখান থেকে কলকাতায় ফেরার সময় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল, তবে নজরদারিতে রাখা হয়েছে। অগ্নিমিত্রা পালের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি নেতৃত্বও। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মীরা।
উল্লেখ্য, কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলেন আরও এক বিজেপি নেতা তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। তড়িঘড়ি তাঁকে আলিপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে ছিলেন তিনি। তারপর তাঁর অবস্থা আরও সঙ্কটজনক হওয়ায় দিল্লির এইমসে ভর্তি করা হয়। সাংসদের প্যানক্রিয়াটাইটিস সমস্যা ছিল। ছিল গ্যাস্ট্রোএন্টেরাইটিসেরও সংক্রমণও। সেই কারণে পেটে ব্যথা এবং বমি হচ্ছিল তাঁর বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। পরে ধীরে-ধীরে সুস্থ হয়ে ফেরেন তিনি।