Advertisement

Kolkata Metro: দিল্লি বিস্ফোরণে উদ্বেগ, কলকাতা মেট্রো স্টেশনে বসছে এআই সিসিটিভি; কী সুবিধা মিলবে যাত্রীদের?

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর ঘটনার পর রেল নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তারই প্রেক্ষিতে কলকাতা মেট্রোতে এবার আরও কঠোর নজরদারি ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে রেল কর্তৃপক্ষ। স্টেশনগুলিতে বসানো হচ্ছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম সিসি ক্যামেরা।

পুজোর কটা দিন মেট্রো চলবে অনেক বেশি, যাত্রীদের সুবিধার্থে আরও কি কি ঘোষণা?পুজোর কটা দিন মেট্রো চলবে অনেক বেশি, যাত্রীদের সুবিধার্থে আরও কি কি ঘোষণা?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Nov 2025,
  • अपडेटेड 11:22 AM IST
  • দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর ঘটনার পর রেল নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
  • তারই প্রেক্ষিতে কলকাতা মেট্রোতে এবার আরও কঠোর নজরদারি ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে রেল কর্তৃপক্ষ।

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর ঘটনার পর রেল নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তারই প্রেক্ষিতে কলকাতা মেট্রোতে এবার আরও কঠোর নজরদারি ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে রেল কর্তৃপক্ষ। স্টেশনগুলিতে বসানো হচ্ছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম সিসি ক্যামেরা। ভারতীয় রেলওয়ের সার্বিক নিরাপত্তা আপগ্রেডের অংশ হিসেবেই এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে মেট্রো রেল।

মেট্রো মুখপাত্র জানান, নতুন এআই ক্যামেরাগুলি কলকাতা মেট্রোর সব লাইন ও করিডোরজুড়ে নজরদারির আওতায় আনবে। অর্ডার ইতিমধ্যে দেওয়া হয়েছে, এবং খুব শিগগিরই পর্যায়ক্রমে বসানোর কাজ শুরু হবে। সন্দেহভাজন ব্যক্তির চলাফেরা থেকে শুরু করে যানবাহনের নড়াচড়া, সবই নজরদারির আওতায় আনতে সক্ষম হবে এআই সিস্টেম। 

এ ছাড়া, অনুপ্রবেশ, ঘোরাঘুরি, সন্দেহজনক আচরণ, এমনকি ক্যামেরায় কেউ হাত দিলে বা টেম্পারিং করলে সেটিও শনাক্ত করতে পারবে এই সফটওয়্যার। রঙ ও পোশাকের কম্বিনেশন শনাক্ত করার ক্ষমতা থাকায় নজরদারি আরও নিখুঁত হবে। 
এদিকে, বৃহস্পতিবার দুপুর ৩.১০ নাগাদ ব্লু লাইনের নেতাজি (কুদঘাট) মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক বৃদ্ধ। তাঁকে দ্রুত এম.আর. বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। রাত পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এই ঘটনায় ব্লু লাইনের দক্ষিণেশ্বর–ময়দান ও ময়দান-শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) অংশে পরিষেবা কিছুক্ষণ বন্ধ ছিল। পরে বিকেল ৪.০৫-এ পুরো রুটে স্বাভাবিক পরিষেবা ফের শুরু হয়। বারবার ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা, প্রশ্ন তোলা হচ্ছে নিরাপত্তা নিয়ে।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে অতীতেও বহু আত্মহত্যার ঘটনা ঘটেছে। কেন এই লাইনেই এমন প্রবণতা বেশি, তা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। যাত্রীসুরক্ষায় মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কালীঘাট স্টেশনে প্ল্যাটফর্মের প্রান্তে গার্ডরেলও বসানো হয়েছে। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি বলেই দাবি যাত্রীদের। বৃহস্পতিবারের ঘটনাও ব্লু লাইনে নতুন করে নিরাপত্তা পর্যালোচনার দাবি তুলছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement