Advertisement

Air Pollution: কলকাতায় বছরে হাজার হাজার মৃত্যু শুধু বায়ুদূষণেই, চাঞ্চল্যকর রিপোর্ট

যে ১০টি শহরে বায়ু দূষণের কারণে মৃত্যুর ঘটনা ঘটছে, সেই তালিকায় রয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই, পুনে, সিমলা, বারাণসী। সমীক্ষায় দাবি করা হয়েছে যে, বায়ু দূষণের কারণে মৃত্যুর নিরিখে ওই ১০ শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। 

কলকাতার বাতাসে বিষ! (ছবি সংগৃহীত)।কলকাতার বাতাসে বিষ! (ছবি সংগৃহীত)।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2024,
  • अपडेटेड 1:12 PM IST
  • সমীক্ষায় জানা গিয়েছে, বায়ু দূষণের কারণে দিল্লিতে বছরে ১২ হাজার জনের মৃত্যু হয়।
  • কলকাতা-সহ দেশের ১০ শহরে প্রতি বছর বায়ু দূষণের কারণে ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়। 
  • কলকাতায় বাতাসের গুণগত মান নিয়েও উদ্বেগ ছড়াচ্ছে।

কলকাতা-সহ দেশের ১০ শহরের বাতাসে বিষ! রাজধানী-সহ দেশের ১০টি বড় শহরের বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ ছড়াল। ভারতের ১০টি গুরুত্বপূর্ণ শহরে বায়ু দূষণের কারণে দৈনিক মৃত্যুর হার ৭ শতাংশের থেকেও বেশি। এই তালিকায় রয়েছে কলকাতাও। দ্য ল্যানসেট প্লেনেটারি হেলথ জার্নালের এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সমীক্ষায় দাবি করা হয়েছে, কলকাতা-সহ দেশের ১০ শহরে প্রতি বছর বায়ু দূষণের কারণে ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়। 

যে ১০টি শহরে বায়ু দূষণের কারণে মৃত্যুর ঘটনা ঘটছে, সেই তালিকায় রয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই, পুনে, সিমলা, বারাণসী। সমীক্ষায় দাবি করা হয়েছে যে, বায়ু দূষণের কারণে মৃত্যুর নিরিখে ওই ১০ শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। 

সমীক্ষায় জানা গিয়েছে, বায়ু দূষণের কারণে দিল্লিতে বছরে ১২ হাজার জনের মৃত্যু হয়। মুম্বইয়ে এই সংখ্যা ৫ হাজার ১০০। কলকাতায় বছরে বায়ু দূষণের কারণে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৭০০। চেন্নাইয়ে ২ হাজার ৯০০, বেঙ্গালুরুতে মৃত্যুর সংখ্যা ২১০০। বারাণসীতে এই সংখ্যা ৮৩০। তালিকায় সবচেয়ে নীচে রয়েছে সিমলা। সেখানে বায়ু দূষণের কারণে বছরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম। সিমলায় এই সংখ্যা ৫৯। 

সমীক্ষায় দেখা গিয়েছে যে, ২০০৮ এবং ২০১৯ সালের মধ্যে এই ১০টি শহরের সমস্ত মৃত্যু স্বল্পমেয়াদী PM2.5 এক্সপোজারের সঙ্গে যুক্ত। 

দিল্লিতে প্রতি বছরই ধোঁয়াশায় ঢেকে যায়। বাতাসে দূষণের কারণে প্রতিবছরই নাজেহাল হতে হয় দিল্লিবাসীকে। এমনকী, দিল্লির রাস্তায় ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কমে যায়। বায়ু দূষণের কারণে প্রতি বছরই দিল্লিতে অসুস্থ হয়ে পড়েন অনেকে। 

অন্য দিকে, কলকাতার বাতাসেও বিষ ছড়াচ্ছে। কলকাতায় বাতাসের গুণগত মান নিয়েও উদ্বেগ ছড়াচ্ছে। এই সমীক্ষার ফল রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। 
 

Read more!
Advertisement
Advertisement