Advertisement

SIR নিয়ে CEO-কে একযোগে আক্রমণ বাম-কংগ্রেস-তৃণমূলের, সর্বদলীয় বৈঠকে বাকবিতণ্ডা

সিপিআইএম-এর পক্ষে হাজির ছিলেন সুজন চক্রবর্তী। তিনি বৈঠক থেকে বেরিয়ে এসে অভিযোগ করেন, কমিশন এখনও SIR এর জন্য প্রস্তুত নয়। সেই প্রমাণ তাঁরা পেয়েছেন। বলেন, 'আমরা কমিশনের ভূমিকায় সম্পূর্ণ সন্তুষ্ট নই। মুখ্য নির্বাচনি আধিকারিকের কাছে অনেক প্রশ্ন তুলেছি। কিন্তু তিনি যথাযথ উত্তর দিতে পারেননি। তাই পরিষ্কার বোঝা যাচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া চালানোর মতো প্রস্তুতি তাঁদের নেই।'

SIR নিয়ে বৈঠক SIR নিয়ে বৈঠক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Oct 2025,
  • अपडेटेड 10:32 PM IST
  • SIR নিয়ে CEO-কে একযোগে আক্রমণ বাম-কংগ্রেস-তৃণমূলের
  • সর্বদলীয় বৈঠকে বাকবিতণ্ডা

নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে বাকবিতণ্ডা। একযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO West Bengal) মনোজকুমার আগরওয়ালকে আক্রমণ বাম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের। সূত্রের খবর, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR নিয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন উপস্থিত নেতারা। তাঁরা একে অপরের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন। 

দেশের ১২ জায়গার সঙ্গে পশ্চিমবঙ্গেও SIR-এর ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল ৪টেয় রাজ্যের নেতাদের নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, বৈঠক শুরু হতেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেতারা। বিজেপি বাদে প্রায় সব রাজনৈতিক দলের সদস্যরা SIR এর ফর্ম ও ভোটার শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। 

সিপিআইএম-এর পক্ষে হাজির ছিলেন সুজন চক্রবর্তী। তিনি বৈঠক থেকে বেরিয়ে এসে অভিযোগ করেন, কমিশন এখনও SIR এর জন্য প্রস্তুত নয়। সেই প্রমাণ তাঁরা পেয়েছেন। বলেন, 'আমরা কমিশনের ভূমিকায় সম্পূর্ণ সন্তুষ্ট নই। মুখ্য নির্বাচনি আধিকারিকের কাছে অনেক প্রশ্ন তুলেছি। কিন্তু তিনি যথাযথ উত্তর দিতে পারেননি। তাই পরিষ্কার বোঝা যাচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া চালানোর মতো প্রস্তুতি তাঁদের নেই। CEO জানিয়েছেন, তিনি কিছুই করতে পারবেন না। কারণ সব দিল্লি ঠিক করছে। এটা খুব অন্যায়।' 

তৃণমূলের তরফে যাওয়া রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসও কমিশনের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ফিরহাদ বলেন, 'কোনও প্রকৃত ভোটারকে তালিকা থেকে বাদ যেন দেওয়া না হয়, সেই বিষয়ে কমিশনকে সতর্ক করেছি। যদি বিজেপি এবং নির্বাচন কমিশন SIR এর মাধ্যমে CAA চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তবে আমরা ছেড়ে কথা বলব না। উত্তর ২৪ পরগনার একজন ব্যক্তি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন। মৃত্যুর কারণ NRC বলে জানিয়ে গিয়েছেন। সেটাও CEO-র কাছে উল্লেখ করেছি।' 

আর এক প্রতিনিধি অরূপ বিশ্বাস জানান,ভোটার তালিকা প্রস্তুত বা SIR করতে গিয়ে কমিশন যাতে পক্ষপাতিত্ব না করে তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। 

Advertisement

যদিও বিজেপির তরফে SIR-কে স্বাগত জানিয়ে কমিশনের বিরুদ্ধে কোনও অভিযোগ তোলা হয়নি। তাঁদের প্রতিনিধিরা কমিশনকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। 

এদিকে বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, বৈঠক সফল। তিনি সব দলের প্রতিনিধিদের কথা শুনেছেন। বলেন, 'আমরা বৈঠকে সন্তুষ্ট।  আশা করি সবাই সহযোগিতা করবেন। কমিশনের তরফে যা যা প্রয়োজনীয় সব করা হলে। আমরা ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা প্রস্তুত।' 

Read more!
Advertisement
Advertisement