Advertisement

Matrimonial Site Fraud: ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয়ের পর প্রতারণা, পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার যুবক

পরিচয় হয়েছিল ম্যাট্রিমনিয়াল সাইটে। সেখান থেকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শেষপর্যন্ত প্রতারণার অভিযোগ। আর এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফকার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম আশীষ দে।

পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার অভিযুক্তপাঁচতারা হোটেল থেকে গ্রেফতার অভিযুক্ত
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 02 Jan 2022,
  • अपडेटेड 12:43 PM IST
  • পরিচয় হয়েছিল ম্যাট্রিমনিয়াল সাইটে
  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শেষপর্যন্ত প্রতারণার অভিযোগ
  • পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার অভিযুক্ত

পরিচয় হয়েছিল ম্যাট্রিমনিয়াল সাইটে। সেখান থেকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শেষপর্যন্ত প্রতারণার অভিযোগ। আর এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফকার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম আশীষ দে।

 

জানা যাচ্ছে, ২০২১ সালের অক্টোবর মাসে কৈখালী এলাকার এক যুবতী পুলিশরে কাছে অভিযোগ করেন। তরুণী জানান, একটি ম্যেট্রিমনিয়াল সাইটে আশীষ দের সঙ্গে তার পরিচয় হয়। আশীষ নিজেকে সোনার ব্যবসায়ী বলে পরিচয় দেন।  এরপর তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৬৮ হাজার ৪৬০ টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। 

আরও পড়ুন

 

 

ঘটনার তদন্ত শুরু করে শনিবার বাইপাসের একটি পাঁচতারা হোটেলে হানা দেয় বিধাননগরের সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে অভিযুক্ত আশীষ দে-কে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, তাকে গ্রেফতার করার সময়ে পুলিশ জানতে পারে এই একই ধরনের প্রতারণা করতে আশীষ অন্য এক যুবতীকে সেই হোটেলে নিয়ে এসেছিলেন। সেখান থেকেই তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রবিবার  বিধাননগর আদালতে তোলা হচ্ছে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে  সূত্রের খবর। ওই ব্যক্তি আর কাদের সঙ্গে প্রতারণা করেছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement