Advertisement

Amrtya Sen: 'চর্যাপদের ভাষা', বাঙালিদের উপর 'নির্যাতনে' মনে করালেন অমর্ত্য

বাংলা ভাষার অতীতও স্মরণ করিয়ে দিয়েছেন অমর্ত্য সেন। তাঁর কথায়,'বাংলা ভাষা খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষার জন্ম হল তার মূল্য স্বীকার করতেই হবে। এর মাধ্যমে নানা কাব্য লেখা হল'।

বাঙালি নির্যাতন নিয়ে মমতার পাশে অমর্ত্য সেন।বাঙালি নির্যাতন নিয়ে মমতার পাশে অমর্ত্য সেন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Aug 2025,
  • अपडेटेड 11:24 AM IST
  • বাংলা ভাষার অধিকার নিয়ে বললেন অমর্ত্য সেন।
  • মনে করিয়ে দিলেন, পুরো ভারতের উপর অধিকার ভারতীয়দের।

বাংলাদেশি সন্দেহে বিভিন্ন রাজ্যে ধরপাকড় চলছে। রাজ্যের শাসক দলের অভিযোগ, বাঙালিদের উপর নির্যাতন চলছে। বাংলা ভাষায় কথা বললেই ধরা হচ্ছে। সেই সুরেই অর্থনীতিবিদ অমর্ত্য সেন বললেন,'বাঙালিদের অবহেলা হলে আপত্তির কারণ থাকবে। নাগরিকদের অধিকার মানতেই হবে'।

বৃহস্পতিবার বিদেশ থেকে শান্তিনিকেতনে নিজের বাড়িতে ফিরেছেন অমর্ত্য সেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান,'শুধু বাঙালি নয়, অন্য অঞ্চলে মানুষের সমস্যা হলেও আপত্তির কারণ থাকবে। সে বাঙালি হোক বা পাঞ্জাবি হোক বা মাড়োয়ারি- আপত্তি থাকবেই। সব মানুষকে সম্মান দেওয়া উচিত। বিশেষত স্বদেশি মানুষের অধিকার ও মূল্য স্বীকার করতেই হবে। এটা যুক্তরাষ্ট্রীয় দেশ। বাঙালিদের অবহেলা হলে আপত্তির কারণ থাকতেই। সব মানুষকে সম্মান দেওয়া উচিত। নাগরিক অধিকার মানতেই হবে। এটা সংবিধানেই বলা আছে। যে কোনও ভারতীয় ওডিশায়, রাজস্থানে অবহেলিত, অত্যাচারিত হলে আপত্তি থাকবে'।

তিনি যোগ করেন,'ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। বাংলা ভাষার উপর নেমে আসছে আক্রমণ। তা কখনও কাম্য নয়। বাংলা ভাষার উপর যে অবমাননা ও অবহেলার পরিবেশ তৈরি হচ্ছে, তা যথেষ্ট উদ্বেগজনক'। সেই সঙ্গে তাঁর মতে,'যাঁরা ভারতীয় তাঁদের পুরো ভারতবর্ষের উপর অধিকার আছে। এটা শুধু একটা আঞ্চলিক অধিকার নয়'।

বাংলা ভাষার অতীতও স্মরণ করিয়ে দিয়েছেন অমর্ত্য সেন। তাঁর কথায়,'বাংলা ভাষা খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষার জন্ম হল তার মূল্য স্বীকার করতেই হবে। এর মাধ্যমে নানা কাব্য লেখা হল। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম-সহ মনীষীদের সৃষ্টিকর্ম, এগুলোর মূল্য দিতেই হবে। সেই মূল্য যখন প্রয়োজন তখন অবহেলিত হচ্ছে। একটা ভাষার যে মূল্য পাওয়া উচিত, সে মূল্য পাচ্ছে না। তার উপর একটা বড় রকম অবহেলা হলে নিশ্চয়ই বন্ধ করতে হবে'।

Advertisement
Read more!
Advertisement
Advertisement