Advertisement

বিজেপি-র EZCC-র পুজোই উদ্বোধনে সময় নেই শাহের, তাহলে? সুকান্ত যা জানালেন

এবারের দুর্গাপুজো উৎসবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সূচিতে একটি পরিবর্তন এসেছে। ইজেডসিসি-র পুজো উদ্বোধন বাতিল করা হয়েছে। এই তথ্য বৃহস্পতিবার জানান বিজেপি বিধায়ক ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 3:35 PM IST
  • এবারের দুর্গাপুজো উৎসবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সূচিতে একটি পরিবর্তন এসেছে।
  • ইজেডসিসি-র পুজো উদ্বোধন বাতিল করা হয়েছে। এই তথ্য বৃহস্পতিবার জানান বিজেপি বিধায়ক ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

এবারের দুর্গাপুজো উৎসবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সূচিতে একটি পরিবর্তন এসেছে। ইজেডসিসি-র পুজো উদ্বোধন বাতিল করা হয়েছে। এই তথ্য বৃহস্পতিবার জানান বিজেপি বিধায়ক ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্ত বলেন, "উনি বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছবেন। শুক্রবার দু’টি পুজো উদ্বোধন করবেন, উত্তর কলকাতায় লেবুতলা পার্ক এবং দক্ষিণ কলকাতায় সেবক সংঘের পুজো। সময়ের অভাবে লাঞ্চের পর তিনি দিল্লি ফিরে যাবেন।"

প্রতি বছর বাঙালির প্রধান উৎসবের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখার প্রচেষ্টা করে কেন্দ্রের শাসকদল। অমিত শাহ পূর্বেও কলকাতায় আসেন এবং বিভিন্ন পুজোর দ্বারোদ্ঘাটন করেছেন। এবারও তিনটি পুজো উদ্বোধনের কথা থাকলেও, শেষ মুহূর্তে দক্ষিণ কলকাতার পুজোর সূচি বাতিল হয়েছে।

এ বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ব্যাখ্যা, ‘লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। ৮৭ নম্বর ওয়ার্ডে সেবক সংঘে চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনও ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। নেবুতলা পার্ক ও সল্টলেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হল, আদি বিজেপি নেতাদের কোনো পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই।’

Read more!
Advertisement
Advertisement