Advertisement

Eastern Zonal Council Meet: BSF ছাড়াও সীমান্ত সুরক্ষার দায়িত্ব রাজ্যেরও, নবান্ন-বৈঠকে অমিত শাহ

BSF-র পাশাপাশি সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যেরও। আজ নবান্নে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত নিরাপত্তার বিষয়ের উপরেই বেশি জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

BSF ছাড়াও সীমান্ত সুরক্ষার দায়িত্ব রাজ্যেরও, নবান্নের বৈঠকে বললেন অমিত শাহBSF ছাড়াও সীমান্ত সুরক্ষার দায়িত্ব রাজ্যেরও, নবান্নের বৈঠকে বললেন অমিত শাহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Dec 2022,
  • अपडेटेड 2:14 PM IST
  • বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু ছিল সীমান্ত নিরাপত্তা
  • পশ্চিমবঙ্গ এই বৈঠকের আয়োজক রাজ্য

BSF-র পাশাপাশি সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যেরও। আজ নবান্নে (Nabanna) ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে (Eastern Zonal Council Meet) একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। সীমান্ত নিরাপত্তার বিষয়ের উপরেই বেশি জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ নবান্ন সভাঘরে ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক বসে। সেই বৈঠকে পৌরহিত্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren), বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav) ও ওড়িশার দুই মন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু ছিল সীমান্ত নিরাপত্তা।

আরও পড়ুন

বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবান্ন সভাঘরে বৈঠক হওয়ার কথা থাকলেও বৈঠক চলে দেড়টারও বেশি সময় ধরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, কেন্দ্রীয় বাহিনীর প্রধানরা এই বৈঠকে ছিলেন। সদস্য রাজ্যগুলির সচিব পর্যায়ের প্রতিনিধিদলেরও অংশ নিয়েছিলেন। বৈঠকে অমিত শাহ বলেন, 'সীমান্ত নিরাপত্তার (Border Security) দায়িত্ব যতটা বিএসএফ-র, ঠিক ততটাই রাজ্যেরও। কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবছে। আগের এনডিএ সরকারের খামতি ছিল। আমরা খামতি অনেকটাই পূরণ করেছি। আরও উন্নয়ন হবে। সীমান্ত রক্ষায় বিএসএফ-কে সহযোগিতা করুন।'

পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের চার রাজ্য বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড এই ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য। আভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা ক্ষেত্রে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করতেই সদস্য রাজ্যগুলিতে ঘুরে ঘুরে এই কাউন্সিলের বৈঠক প্রতি বছর বসে। এবার পশ্চিমবঙ্গ এই বৈঠকের আয়োজক রাজ্য।

Read more!
Advertisement
Advertisement