দুর্গাপুজো উদ্বোধনে বঙ্গে আসছেন অমিত শাহ। কলকাতার ৩টি পুজো মণ্ডপ উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন রাত ১০টা ৫০ মিনিট নাগাদ শহরে পা রাখবেন তিনি। রাতে থাকবেন রাজারহাটের একটি বেসরকারি হোটেলে। শুক্রবার সকাল থেকে কী কী কর্মসূচি রয়েছে তাঁর? ৩ বছর বন্ধ থাকার পর ফের 'শাহী' উদ্বোধন হতে চলেছে সল্টেলেকের EZCC দুর্গাপুজোর?
চতুর্থীর দিন সকাল ১১টা ২০ মিনিট নাগাদ অমিত শাহ পৌঁছবেন লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজো মণ্ডপে। তারপর সেখান থেকে যাবেন লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো মণ্ডপে। যেখানে উদ্যোক্তা জল ঘোষ 'অপারেশন সিঁদুর' থিমের মাধ্যমে চমক এনেছেন। বিকেলে অমিত শাহ উদ্বোধন করবেন সল্টলেক EZCC পুজো মণ্ডপ। যেটি 'পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ'-এর পুজো হলেও বরাবরই BJP-র নিজস্ব দুর্গাপুজো হিসেবে বিখ্যাত।
২০২০ সালে প্রথম বঙ্গ BJP-র কালচারাল সেল প্রথম এই দুর্গাপুজো শুরু করে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই পুজো শুরু হয়েছিল। দিল্লি থেকে ভার্চুয়ারি সে বছর এই পুজোর উদ্বোধন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ২০২২ সালের পর আচমকাই থেমে যায় EZCC-র পুজোর আয়োজন। আবারও বঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। ফলে এই ঝিমিয়ে পড়া উদ্যোগ আবার চাঙ্গা করতেই EZCC-তে বিরাট আয়োজন। অমিত শাহকে দিয়ে ফের একবার সল্টলেকের এই দুর্গাপুজোর উদ্বোধন করানোও বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলার সংস্কৃতির সঙ্গে BJP-র একাত্মতা প্রমাণ করার লক্ষ্যেই আবারও সাড়ম্বরে আয়োজন করা হয়েছে এই পুজোর।
এদিকে, শহরে পা রাখার আগেই অমিত শাহের পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূলের মুখপাত্রের কটাক্ষ, ‘লোকজন হবে না, তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। ৮৭ নম্বর ওয়ার্ডে সেবক সংঘে চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য BJP-কে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনও ভিড় হবে না বলে IB রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। নেবুতলা পার্ক ও সল্টলেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হল, আদি BJP নেতাদের কোনো পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই।’ তবে BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কুণাল ঘোষের এই পোস্টের পরও জানিয়েছেন, অমিত শাহের সূচিতে কোনও পরিবর্তন থাকছে না। ৩টি পুজোই উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।